শিক্ষা দুর্নীতি মামলায় ফের একবার ভরা এজলাসে কেঁদে ফেললেন প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার ছিল মামলার শুনানির দিন। এদিন শুরুতেই তাঁর মক্কেলের হয়ে সওয়াল করতে ওঠেন পার্থর আইনজীবী সেলিম রেহমান। সওয়ালের শুরুতেই তিনি প্রাক্তন শিক্ষামন্ত্রীকে জামিন দেওয়ার আর্জি জানান। আর ঠিক তখনই ভরা এজলাসকে কার্যত চমকে দিয়ে বিচারপতিকে উদ্দেশ্য করে একরকম কাঁদো কাঁদো স্বরে পার্থ বলে ওঠেন, , “আমি একটা টাকাও নিইনি। এক টাকাও আমার থেকে উদ্ধার হয়নি।”

চমকের অবশ্য এরপরেও বাকি ছিল। সকলেই যখন ভাবছেন বিচারপতি তাঁকে থামানোর চেষ্টা করবেন, তখন ফের নিজের পক্ষে সওয়াল করতে শুরু করেন পার্থ। নিজের আইনজীবীকে কার্যত চুপ করিয়ে রেখে বিচারপতির উদ্দেশ্যে বলতে থাকেন, “অযোগ্য চাকরি প্রার্থীদের কথা বলা হচ্ছে, এখানে আমার ভূমিকা কী? আমি তো জেল থেকে বেরিয়ে শিক্ষা দফতরের পদে আর ফিরে যাব না, তবে কেন বৃহত্তর ষড়যন্ত্রের কথা বলে আমাকে আটকে রাখা হচ্ছে?”

যদিও এতো কিছুর পরেও মহামান্য বিচারপতিকে বিন্দুমাত্র গলাতে পারেননি প্রাক্তন শিক্ষামন্ত্রী। বরং তা খারিজ করে এদিন ফের প্রাক্তন শিক্ষামন্ত্রীকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠায় আদালত।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর