অরূপ পাল, ২৭ ফেব্রুয়ারিঃ আই এস এল টুর্নামেন্টে এখনো মোহনবাগানের বিরুদ্ধে কোনো জয় পায়নি ইস্টবেঙ্গল। আই এস এল টুর্নামেন্টে ছয় বার আর আই লিগে এবং ডুরান্ড কাপে এক বার করে মোহনবাগানের বিরুদ্ধে হার ইস্টবেঙ্গল ক্লাবের। টানা আটবার হারের ফলে দল নিয়ে কাঁটাছেড়া শুরু হয়েছে ইস্টবেঙ্গল ক্লাবের অন্তরমহলে। আলোচনায়ও উঠে এসেছে কোচ স্টিফেন কনস্ট্যানটাইনকে নিয়ে।আগের মরসুমের কোচ স্টিফেন কনস্ট্যানটাইনের ইস্টবেঙ্গলের দায়িত্ব পালনের জন্য রাখা হবে কিনা তা নিয়ে চলছে জোর আলোচনা। কর্মকর্তারা কোচ হিসেবে স্টিফেন কনস্ট্যানটাইন রাখতে রাজি নন। এমনকি কি ইনভেস্টরা সংস্থাও নতুন মরসুমে কোচ হিসেবে স্টিফেন কে চাইছেন না। কোচ করা নিয়ে আলোচনা চললেও আপাতত ইমামী ইস্টবেঙ্গল ক্লাব ফুটবলারদের ছুটি তে রেখেছে।
