যেকোনো মুহূর্তে তলিয়ে যেতে পারে জোশীমঠ। ভেঙে ফেলা হবে বেশিকিছু নির্মাণ।তার জেরেই ভেঙে ফেলা হবে জোশীমঠের ২ টি বিলাসবহুল হোটেল ।‘মাউন্ট ভিউ’ ও ‘মালারি ইন’ নামে ওই দুটি হোটেল ভাঙার নির্দেশ দিয়েছেন চামোলি জেলা প্রশাসন।হোটেলদুটি রয়েছে জনবসতি পূর্ণ এলাকায়।ফলে আশেপাশের মানুষের যাতে কোনো ক্ষতি না হয় খতিয়ে দেখছে প্রশাসন।এই প্রসঙ্গে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী জানিয়েছেন , ‘ওই দুটি হোটেল যন্ত্রের সাহায়জে ভাঙা হবে’এর মোকাবিলা করতে তৈরি থাকবে জাতীয় সেনাবাহিনীর দল।
সোমবার ১০০টিরও বেশি বাড়ি বিপর্যস্ত বলে চিহ্নিত করা হয়েছে। জোশীমঠে কী আরও বাড়ি ভাঙা হবে ?আতঙ্কে এলাকার মানুষজন। এই প্রসঙ্গে চামোলির জেলাশাসক হিমাংশু খুরানা জানিছেন , নির্মাণগুলিতে সমীক্ষার কাজ ইতিমধ্যেই শুরু হয়েৎ গিয়েছে ।সোমবার৬৮টি বাড়িতে নতুন করে ফাটল দেখা গিয়েছে।যার ফলে ৬৭৮ টি বাড়িতে ফাটলের সৃষ্টি হয়েছে। জেলা প্রশাসক সূত্রে জানা গিয়েছে , ৮২ খত বাড়ি ক্ষতিগ্রস্ত । এর মধ্যে ১৬ টি পরিবারকে সাময়িক ব্যবস্থায় আশ্রয় দেওয়া হয়েছে।বর্তমানে জোশীমঠে প্রায় ৩ হাজার ৯০০ টি বাড়ি আছে বলে জানা গিয়েছে। সেখানকার মানুষ কতটা সুরক্ষিত? প্রশ্নের মুখে প্রশাসন।