ইভিএম নিউজ ব্যুরো ২৩ মার্চঃভারতমায়ের জন্য ১৯৩১ সালে ২৩ মার্চ ভারতমায়ের তিন বীর সন্তান ভগত সিং,সুখদেব,রাজগুরু স্বাধীনতা সংগ্রামে হাসতে হাসতে নিজেদের জীবন বলিদান করে ছিল। সেই দিন ব্রিটিশ শাসন বুঝতে পেরেছিলেন ভারতবর্ষ থেকে বিদায় নেবার দিন শুরু হয়ে গেছে। ব্রিটিশ শাসনের তোয়াক্কা না করে দেশের স্বাধীনতার জন্য জীবনের শেষ নিশ্বাস ত্যাগ করা পর্যন্ত ব্রিটিশ সাম্রাজ কে দেশের সীমানার বাইরে করার প্রতিজ্ঞা নিয়ে ছিলেন স্বাধীনতা আন্দোলনের বিপ্লবী নায়ক ভগত সিং।
আজ প্রত্যেক দেশবাসী গর্বিত যে বীর ভগত সিং মতো সন্তান এই দেশের মাটিতে জন্মগ্রহন করেছিলেন “১৯০৭ সালে ২৮ সেপ্টেম্বর”। সেই সময় তার বাবা কৃষাণ সিং এবং মামা অজিত সিং দুই জনই “১৯০৬ সালে প্রকাশিত ইন্ডিয়ার বিরোধীতা করার জন্য কারাগারে বন্দী ছিলেন। ছোটবেলা থেকে দেশের প্রতি এক অন্য রকম প্রেম ছিল তার মনে। ওনার এই আত্মবলিদানের কথা দেশের মানুষ কোন দিনই ভুলবে না। ছোট ভগৎ সিং এর বয়স যখন মাএ ১২ বছর , তখন দেশে জালিওয়ালাবাগের মতো হত্যাকাণ্ডের সাক্ষী হন তিনি। তার পর একদিন দেশের এক মুঠো মাটি হাতে নিয়ে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন ইংরেজদের ব্রিটিশ সাম্রাজ্যের শেষ দেখে ছাড়বেন। আজ স্বাধীন ভারতবর্ষ সাক্ষী তার এই আত্মবলিদান বৃথা যায়নি।