অগ্নিগর্ভ ভাঙ্গড়। তৃণমূল -আইএসএফ সংঘর্ষের সেই রেশ শনিবারের বারবেলায় কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলা পর্যন্ত এসে পৌঁছল। শনিবার সাতসকাল থেকেই ভাঙড়ে নওশাদ সিদ্দিকির আইএসএফের সঙ্গে তৃণমূলের ব্যাপক সংঘর্ষ শুরু হয়।শনিবার দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে ধর্মতলা যাচ্ছিলেন আইএসএফ কর্মী সমর্থকেরা । হাতিশালা মোড়ে আইএসএফের নেতাকর্মীরা জড়ো হতেই উত্তেজনা শুরু হয়। দুপক্ষই একে অপরের বিরুদ্ধে অভিযোগ করে । আইএসএফের অভিযোগ ছিল , সিদ্দিকির গাড়ি ভাঙচুর করে তৃণমূল। অন্যদিকে তৃণমূলের অভিযোগ তাদের পার্টিঅফিস পুড়িয়ে দিয়েছে আইএসএফ। ঘটনার সূত্রপাত সেখানেই।
গোটা হাতিশালা এলাকা মুহূর্তে রণক্ষেত্রের চেহারা নেয়। ঘটনাস্থলে পৌঁছয় লেদার কমপ্লেক্স থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশের সামনেই চলে দুপক্ষের মধ্যে তুমুল ইট ছোড়াছুড়ি। বোমা,গুলি চলারও অভিযোগ ওঠে। লাঠি উঁচিয়ে পুলিশ তখনকার মতো দুইপক্ষকে ছত্রভঙ্গ করে। কিন্তু বেলা বাড়তেই ধর্মতলার রানি রাসমণি রোডে জামায়েত হন আইএসএফ কর্মীরা। সেখানে আইএসএফ কর্মী সমর্থকরা অবস্থানে বসে পড়েন । অবরোধ করেন রাস্তাও। আর সেই অবরোধ তুলতে গিয়ে পুলিশের সঙ্গে আইএসএফ কর্মীদের খন্ডযুদ্ধ বেধে যায়। পুলিশ এরপর ব্যাপক লাঠিচার্জ করে। এতে বেশ কয়েকজন আইএসএফকর্মী আহত হন। মাথায় ফাটে কয়েকজনের । কার্যত অবরুদ্ধ হয়ে যায় ধর্মতলা চত্বর।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর