সমাজে নাকি তাঁরা বাদের খাতায়। যাঁদের মুখ দেখলেই পুরো দিনটাই মাটি । সবকিছুর তোয়াক্কা না করে হুগলির এক বাইকার সংগঠনের উদ্যোগে আয়োজন করা হল অ্যাসিড আক্রান্তদের নিয়ে এক র‍্যাম্প শো-র । অনুষ্ঠানটি মোটা ভিশন ‘ভিরা’ আয়োজন করে ।  র‍্যাম্পে  হাঁটলেন অ্যাসিড অক্রান্তেরা। অনুষ্ঠানটি আয়োজিত হয় একটি ওয়াটার পার্কে। সমাজের মূল স্রোতে ফিরিয়া আনতে  তাঁদের এই উদ্যোগ। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ৭ জন অ্যাসিড আক্রান্ত মহিলা অংশগ্রহণ করেছিলেন ।এই প্রসঙ্গে বাইকার সংগঠন সাগ্নিক রায় চৌধুরী বলেন , ‘অনেকক্ষেত্রে অ্যাসিড হামলাগুলি বাইকের মাধ্যমেই হয় ,ফলে ক্ষতের দাগ লাগে ওই বাইকারদেরও । তবে এই ধরণের ঘটনা যাতে না ঘটে তাই এমন উদ্যোগ। অ্যাসিড আক্রান্তরা যাতে আতঙ্কের মধ্যে না থাকেন ,এর মাধ্যমে তাঁদের সাহস জোগানোর এক অন্যতম প্রয়াস। ‘অনুষ্ঠানটিতে র‍্যাম্প শো ছাড়াও ছিল টক শো ,গান বাজনা ,খাওয়া দাওয়া সহ আরও অনেক কিছু । শো ‘তে অংশগ্রহণ করা মহিলারা তাঁদের অনুভূতির কথা বলতে গিয়ে বলেন ,এমনধরণের সামাজিক কর্মসূচি যেন বার বার হয়।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর