ইভিএম নিউজ ব্যুরো, ১৩ মার্চঃ দীর্ঘ জল্পনার অবসান কাটিয়ে ভারতে এল দ্বিতীয় অস্কার। ৯৫তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডে এসএস রাজামৌলীর আরআরআর সিনেমা মৌলিক গানের বিভাগে সেরার শিরোপা পেল ‘নাটু নাটু’।  ইতিমধ্যেই অস্কার ২০২৩-এ ‘বেস্ট ডকুমেন্টরি শর্টস’ বিভাগে জিতে নিয়েছে দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স। আর তারপরই সোনার মুকুটে জিতে নিল আরআরআর। এর আগে ‘গোল্ডেন গ্লোব’ ও ‘ক্রিটিক্‌স চয়েস অ্যাওয়ার্ড’ জিতে এগিয়ে ছিল ‘নাটু নাটু’। মনোনয়নের তালিকায় ছিল ‘টেল ইট লাইক আ ওম্যান’ছবির ‘অ্যাপ্লজ়’ গানটিও। সেই সব গানকে টেক্কা দিয়ে চূড়ান্ত দৌড়ে জয় ছিনিয়ে নিল চন্দ্র বোস ও এম এম কীরাবাণীর সৃষ্টি নাটু নাটু।

প্রসঙ্গত, এসএস রাজামৌলি পরিচালিত পিরিয়ড ফিল্ম RRR থেকে ‘নাটু নাটু’ গানটিতে সুর করেছেন এমএম কিরাভানি। RRR দুই দশকেরও বেশি সময়ের মধ্যে প্রথম ভারতীয় চলচ্চিত্র যা একাডেমি পুরস্কারের জন্য মনোনীত হয়েছিল।  অস্কার শুরু হওয়ার পর মঞ্চে পারফর্মও হয় নাটু নাটু গানটি। স্টেজে উপস্থিত ছিলেন কালা ভৈরব এবং রাহুল সিপলিগঞ্জ।  এছাড়াও  স্টেজে উপস্থিত ছিলেন দীপিকা পাড়ুকোন। তিনি এবার অস্কারের অন্যতম প্রেজেন্টার। অনুষ্ঠানে নাচতে  দেখা গিয়েছিল দিখলা যা-খ্যাত লরেন গটলিব। পারফরমেন্স শেষ হলে উপস্থিত দর্শকদের থেকে ভালোবাসা পায় এই পারফরমেন্স। উঠে দাঁড়িয়ে হাততালি দেয় উপস্থিত দর্শকেরা।

উল্লেখ্য, ২০০৯ সালে স্লামডগ মিলেনিয়ার ছবির ‘জয় হো’ গানের জন্য অস্কার পেয়েছিলেন এআর রহমান, রসুল পুকুটি ও গুলজার। এরপরও বেশ কয়েকটি বছর অস্কারের নমিনেশন পেয়েছে নানান ভারতীয় ছবি। যদিও সেক্ষেত্রে সাফল্য অধরা ছিল। প্রায় এক দশক  পরে আবার  ভারতীয় চলচ্চিত্রে এই সাফল্য গোটা দেশবাসীকে  গর্বিত করেছে।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর