নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের বিরুদ্ধেও জমি দখলের অভিযোগ ! অভিযোগ আনল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। শান্তিনিকেতনের প্রতীচীতে তাঁর বাড়িতে পাঠানো একটি চিঠিতে বিশ্বভারতীর জমি দখলের অভিযোগ করা হয় অমর্ত্য সেনের বিরুদ্ধে। যদিও এই জমিটি বিশ্বভারতীর কাছ থেকে লিজ নেওয়া বলে জানান বর্ষীয়ান নোবেলজয়ী। বিষয়টি নিয়ে এর আগে ওঠা বিতর্কের সময় তাঁর আইনজীবী জবাব দিয়েছিলেন। এবারও তাঁর আইনজীবী বিষয়টি দেখভাল করছেন বলে তিনি জানিয়েছেন। আইনজীবীই চিঠি দেবেন বলেও জানিয়েছেন। তবে জমিটি অবিলম্বে বিশ্বভারতীকে ফেরত দেওয়ার কথাও বলা হয়েছে চিঠিতে ।
কিন্তু এর মাঝেই বিতর্কের সূত্রপাত ঘটিয়েছেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। তিনি উপাসনাগৃহে বুধবারের বিশেষ প্রার্থনা সভায় একের পর এক বিতর্কিত মন্তব্য করেন। তিনি বলেছেন, “শান্তিনিকেতনে জমি দখল করে রাখলেও তা রাবীন্দ্রিক, অন্যায় করলেও রাবীন্দ্রিক, উপাচার্য্যকে গালাগাল দিলেও রাবীন্দ্রিক, বিশ্বভারতীকে অপমান করলেও সেটা রাবীন্দ্রিক, সবাই আমরা নিজেকে রাবীন্দ্রিক বলে থাকি, রবীন্দ্রিকতাকে স্বার্থসিদ্ধির সোপান হিসেবে ব্যবহার করা হয়।” উপাচার্য্যের এ হেন মন্তব্যে শান্তিনিকেতনের আশ্রমিকরা ব্যাপক ক্ষুব্ধ হন। উপাচার্য এইখানেই থেমে থাকেননি। তিনি বলেন, “বিশ্বভারতীতে উচশিক্ষিত মানুষের সঙ্গে সঙ্গে অশিক্ষিত মানুষও আছেন। কিন্তু এরমধ্যে অর্ধশিক্ষিতরা সবথেকে ক্ষতিকারক। ফলে এই ধরণের মানুষ রবীন্দ্রিকতার মানেটাই বোঝেন না।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর