এগারো বছর পর নিষ্কৃতি পেলেন কার্টুন কান্ডে জেলে যাওয়া যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অম্বিকেশ মহাপাত্র। বৃহস্পতিবার আলিপুর জেলা আদালত ১১ বছরের পুরনো মামলায় রেহাই দিল এই অধ্যাপককে। প্রসঙ্গত, ২০১২ সালে রেলমন্ত্রী বদলের সময় সোশ্যাল মিডিয়াতে একটি নিছক সাদামাটা কার্টুন শেয়ার করেছিলেন অম্বিকেশ মহাপাত্র। সেই কার্টুনটিতে মমতা বন্দ্যোপাধ্যায়, দীনেশ ত্রিবেদি এবং মুকুল রায়ের ছবি ছিল। পাশে একটি ছায়াছবির ডায়ালগ ছিল।  সেই কার্টুনটি শেয়ার করার কারণেই গ্রেফতার হতে হয়েছিল তাঁকে। অবশেষে ১১ বছর পর সেই মামলা থেকে অব্যাহতি দিল আলিপুর আদালত।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অম্বিকেশ মহাপাত্র এই মামলা থেকে নিষ্কৃতি পাওয়ার পর বলেন, তাঁর বিরুদ্ধে তথ্য প্রযুক্তির আইনের ৬৬-এ ধারায় মামলা করা হয়েছিল। ইতিমধ্যেই ওই ধারাটাই বিলুপ্ত হয়েছে। কারণ, ২০১৫ সালে একটি জনস্বার্থ মামলায় ঐতিহাসিক রায় ঘোষণা করে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত বলে ওই ধারা প্রয়োগ করে দেশের বিভিন্ন রাজ্যে বাক স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে। তাই ৬৬-এ ধারাটিকে তুলে নেওয়া হয়। তিনি আরও বলেন,  বিভিন্ন অজুহাত দেখিয়ে এই মামলাটিকে বিগত এক দশক ধরে চালিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। এর পিছনে প্রভাবশালী কারোর মদত ছিল বলে তিনি মনে করেন। তিনি জানান সত্যের জয় হবেই বলে তাঁর বিশ্বাস ছিল, আর তা এতদিনে হল বলে তিনি খুশি।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর