বাজেটে

ব্যুরো নিউজ, ১ ফেব্রুয়ারি: অন্তর্বর্তী বাজেটে আয়কর ছাড়ের সীমা বাড়ল না

২০২৪ সালের লোকসভা ভোটের আগে অন্তর্বর্তী বাজেটে  মোদী সরকার অপরিবর্তিত রাখল আয়কর পরিকাঠামো। মোদী ৪ শ্রেণীর মানুষকে লক্ষ রেখেই নারীশক্তি ও তাঁদের কল্যানের জন্য  পদক্ষেপ নেওয়া হয়েছে। আবাস যোজনায় বাড়ি তৈরির লক্ষ্য মাত্রা বারানো হলেও সেভাবে দেশের সবচেয়ে বড় যোগাযোগ সংস্থা রেলের উন্নয়নে জোর দিলনা কেন্দ্রীয় সরকার। তাই এই বাজেটকে তৃণমূল কংগ্রেস যেমন ‘গিমিক’ বলেছে তেমনই কংগ্রেস তাকে ‘ভোট টানার বাজেট’ বলেছে। বৃহস্পতিবার একেবারে নির্ধারিত সময়েই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সিতারামন বাজেট পেশ করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন এই ভোট অন অ্যাকাউন্ট দেশকে উন্নতির পথ দেখাবে। যদিও দেশের বনিক সম্প্রদায় হতাশ। তাছাড়াও মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে তেমন পদক্ষেপ পাওয়া যায়নি। ব্যবসায়িদের একটা বড় অংশ একে বিত্তশালিদের বাজেট বলেছে।

৮ মাস পর মুক্ত ‘চিনা গুপ্তচর’ সন্দেহে আটক হওয়া পায়রা

নির্মলা বলেন, সরকারের লক্ষ দেশে গরিব মানুষদের জন্য ৫ বছরে আরও ২ কোটি বাড়ি কেন্দ্রীয় আবাস যোজনার মাধ্যমে তৈরির সুযোগ দেবে সরকার। তাঁর জন্য বৃদ্ধি করা হয়েছে বাজেট। তবে তাঁদের লক্ষ্য, ৩ কোটি বাড়ি যাতে গরিব মানুষেরা পান। স্বনির্ভরগোষ্ঠীর সংখ্যা দেশে ৮৩ লক্ষ্য। এরমধ্যে ১ কোটি মহিলা দেশে লাখপতি হয়েছে স্বনির্ভরগোষ্ঠীর মাধ্যমে। ভবিষ্যতে তাঁরা ৩ কোটি মহিলাকে লাখপতি করার লক্ষ্য মাত্রা নিয়েছে। আকাশ পথে নতুন রুট খুঁজে পাওয়া গেছে, ফলে বিমান পরিষেবার আরও উন্নতি ঘতাবে কেন্দ্রীয় সরকার। রেলের ৪০ হাজার সাধারণ কোচকে বন্দেভারতের আওতায় আনা হবে। কিন্তু, বিরধিদের অভিযোগ এরফলে নিত্যযাত্রীদের কোনও উপকার হবে না। সেখানে ট্রেনের সংখ্যা বাড়ানোর উদ্যোগ নেই। পদক্ষেপ নেওয়া হয়নি স্টেশনগুলির উন্নয়নের। তেমনি পরিকাঠামো উন্নয়নের খাতে কেন্দ্রীয় সরকারে উদ্যোগ শূন্য। রেলের বহু দফতর বন্ধ করে দেওয়া হচ্ছে। নিজেদের ছাপা খানা বন্দ করে রেল আউট সোর্সিং করা হচ্ছে। রেলের নিয়োগের কোনও পদক্ষেপ নেই। প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহের উদ্যোগও রেলের জন্য নেওয়া হয়নি। বন্দেভারতের সংখ্যা বাড়লে সাধারণ মধ্যবিত্তের কোনও প্রয়োজনেই লাগবেনা। নির্মলা জানান, গবেষণা ও পুনর্গঠনের জন্য ১ লক্ষ কোটি টাকার একটি তহবিল তৈরি করা হয়েছে। তাতে গবেষণার মান আরও বাড়বে। কমানো হয়েছে কিছুটা কর্পোরেট ট্যাক্সও। তবে এর সঙ্গে গরিব মানুষের কোনও যোগাযোগ নেই। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম যথেষ্ট ঊর্ধ্বমুখি। সে ব্যাপারে উসাদিন কেন্দ্রীয় সরকার। ইভিএম নিউজ 

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর