ব্যুরো নিউজ, ৭ সেপ্টেম্বর: অনির্দিষ্টকালের জন্য বন্ধ সিলভার পয়েন্ট স্কুল। অনির্দিষ্টকালের জন্য স্কুল বন্ধের সিদ্ধান্ত। বৃহস্পতিবার স্কুলের গেটে নোটিশ ঝোলাল স্কুল কর্তৃপক্ষ।
সেন্ট অগাস্টিনে অভিভাবকদের বিক্ষোভ। কি হবে ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ?
কসবা থানার অন্তর্গত রথতলার সিলভার পয়েন্ট স্কুলের ৫ তলার ছাদ থেকে পড়ে দশম শ্রেণীর পড়ুয়ার রহস্যমৃত্যুর ঘটনা ঘটে। এরপর অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হল এই স্কুল। আজ সকাল ১০টায় স্কুলের গেটে নোটিশ ঝলানো হয়। ‘পড়ুয়াদের নিরাপত্তাই প্রথম প্রাধান্য’ স্কুল কর্তৃপক্ষের দেওয়া নোটিশে এমনটা উল্লেখও করা হয়। পাশাপাশি স্কুল কর্তৃপক্ষের তরফ থেকেও অভিভাবকদের জানিয়ে দেওয়া হয় ‘তদন্তের স্বার্থে কয়েকদিন বন্ধ থাকবে এই স্কুল’। ইভিএম নিউজ