রাজীব ঘোষ, ৮ সেপ্টেম্বর: স্টকের দাম ছিল ৮০ টাকা | এখন ১২০০ ছুঁইছুই
শেয়ার বাজার মানেই ওঠাপড়া। স্টক মার্কেটে বিনিয়োগ করতে গেলে বাজারে ওঠানামার এই বিষয়টি মাথায় রাখতেই হবে লগ্নিকারীদের। তারপরেই করতে হবে বিভিন্ন স্টকে ইনভেস্ট। তবে সেই ওঠানামার মধ্যেও বিরাট মাপের রিটার্ন পাওয়া যায়।
শেয়ারে বিনিয়োগের কিছু টিপস| কাজে লাগাতে পারে আপনারও
শেয়ার বাজার (Stock Market) সব সময় ঝুঁকিপূর্ণ। আর ঝুঁকি নিয়ে অনেক সময় এমন মারকাটারি রিটার্ন পাওয়া যায়, যে কল্পনাও করা যায় না। সম্প্রতি স্টক মার্কেটে মাল্টিব্যাগার স্টক হিসেবে বহু সংস্থার নাম উঠে এসেছে। এবার সেই তালিকায় আবার একটি IT কোম্পানির নাম জুড়েছে। এই কোম্পানিটির নাম- KPIT Technologies
কেপিআইটি টেকনোলজিসের শেয়ারের দাম গত এক মাসের মধ্যে প্রায় 6 শতাংশেরও বেশি বৃদ্ধি হয়েছে। ৬ মাসে যে মাত্রা ৪০ শতাংশের বেশি দাঁড়িয়েছে। এই সংস্থার মার্কেট ক্যাপিটাল এই মুহূর্তে ৩১ হাজার ২৪০ কোটি টাকা। এক বছরের মধ্যে শেয়ারের দাম দ্বিগুণের বেশি বেড়ে গিয়েছে।
দেখা যাচ্ছে, এই আইটি সংস্থার শেয়ারের দাম ২০১৯ সালে ছিল ৮০ টাকার কাছাকাছি। ২০২০ সালের জানুয়ারিতে ৯০ টাকার উপরে চলে যায়। ২০২১ এর জানুয়ারিতে ১৩৫ টাকা পার করে। আর তারপরে দেখা যায়, এক বছরের মধ্যে একেবারে জেট গতিতে শেয়ারের দাম ৪ থেকে ৫ গুণ বেড়ে যায়। ২০২২ সালের জানুয়ারিতে ৬৮৩ টাকার উপরে দাম বৃদ্ধি হয়।
তথ্য থেকে দেখা যাচ্ছে, মাত্র ২ মাসের মধ্যে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে (NSE) ৮০ শতাংশের বেশি এই স্টক লাভ দিয়েছে। তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে যদি বিনিয়োগ করতে হয় তাহলে বর্তমানে এই KPIT Technologies-এর শেয়ারের দিকে অনেক লগ্নিকারীদের নজর রয়েছে। ২০২৩ সালের জানুয়ারিতে শেয়ারের দাম দাঁড়ায় ৬৯৭ টাকার বেশি। এক ধাক্কায় জুন মাসে সেই দাম ১০৮৪ টাকায় দাঁড়িয়ে যায়। গত ২৫শে আগস্ট পর্যন্ত এই IT সংস্থার স্টকের দাম ১১৪৮ টাকায় দাঁড়িয়েছে। ফলে এই সংস্থার শেয়ার বিনিয়োগকারীদের বেশ ভালো রিটার্ন দিয়েছে।
একটা কথা বলে রাখা দরকার, শেয়ার মার্কেটে বিনিয়োগ সবসময় ঝুঁকিপূর্ণ। তাই বিনিয়োগ করার আগে সব দিক ভেবেচিন্তে দেখেশুনে সিদ্ধান্ত নেবেন। ইভিএম নিউজ