ইভিএম নিউজ ব্যুরো, ২৩ জুনঃ  (Latest News) পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে যখন অসহিষ্ণুতার ছবি গোটা বাংলার মানুষ দেখছে , তখন এই ছবি কিছুটা হলেও স্বস্তি দেবে বাংলার মানুষদের ৷

আলিপুরদুয়ারের ৯ নম্বর জেলা পরিষদ আসনে বিজেপি প্রার্থী হয়েছেন বিজেপির জেলা কমিটির সাধারণ সম্পাদক মিঠু দাস ৷ সেই মিঠুই প্রচারে বেরিয়ে হাটতে হাটতে হঠাৎ চলে এলেন তৃনমুল কংগ্রেসের কার্যালয়ে ৷ সঠান ঢুকে গেলেন শাসক দলের দলীয় কার্যালয়ে ৷ কার্যালয়ে তখন বসে কর্মীদের সঙ্গে বৈঠক করছিলেন চাপরের গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান প্রকাশ রায় সরকার ৷ বিজেপি প্রার্থী দলীয় কার্যালয়ে দেখে কিছুটা ঘাবরে গিয়েও সৌজন্য বজায় রাখলেন তিনি ৷ বিজেপি প্রার্থী মিঠুর সঙ্গে করমর্দন করলেন ৷ মিঠুও তাকে ভোট দেওয়ার অনুরোধ করলেন ৷ দুজনই জানালেন এটা রাজনৈতিক সৌজন্য ৷ এটা বজায় থাকুক গোটা জেলায় সেই দাবি করছেন শাসক ও বিরোধী দলের দুজনই ৷

এটাই যেন হয় সৌজন্যের পথ চলা ৷  (EVM News)

 

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর