সালানপুর

ব্যুরো নিউজ, ২৩ সেপ্টেম্বর: সালানপুরে পর্যবেক্ষণে সহ-কৃষি আধিকারিক

চাষের উন্নতির দিকগুলি কৃষকদের সামনে তুলে ধরতে সালানপুর ব্লকে পর্যবেক্ষণে এলেন পশ্চিম বর্ধমান জেলার সহ-কৃষি আধিকারিক। সালানমপুর ব্লকের কল্যা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শিয়া কুলবাড়িয়া ধান চাষের সঙ্গে ধুঁইঞ্চা গাছ লাগানো হয়। যা কৃষি আধিকারিক উৎপল মন্ডল জানান যে এই ধুঁইঞ্চা গাছ ধান চাষের ক্ষেত্রে মাটিকে উর্বর করতে খুবই সাহায্য কারী একটি গাছ। এতে কৃষকদের ধান চাষে সারের জন্য যে খরচ হয়, তা অনেকটাই কমে যাবে।

শহরে ডেঙ্গি ‘আতঙ্ক’

এই ধুঁইঞ্চা গাছ একটি সময় পর্যন্ত বড় করা হয় ও তারপরে আগাছা মারার কীটনাশক দিয়ে ওই গাছকে মেরে ফেলা হয়। যা পরবর্তী ক্ষেত্রে ওই গাছ শুকিয়ে গিয়ে ব্রাউন সার হিসেবে কাজে লাগে। যা ধান চাষের ক্ষেত্রে খুবই উপযোগী বলে জানান। উৎপল মন্ড এও জানান, সালানপুর ব্লকে এই ধুইঞ্চা গাছ যে লাগানো হয়েছে তা আরও কয়েকদিন আগে লাগাতে পারলে ভালো হতো। যেহেতু এই বছর বর্ষা অনেক দেরি করে এসেছে সেই কারণে এই গাছ লাগাত দেরি হয়েছে।

সালানপুর ব্লক এডিও রাজর্ষি ব্যানার্জি বলেন, কল্যা জিপির ওই এলাকায় মাটির সৃষ্টি প্রকল্পের আওতায় জিরো টিলেজ মেশিন দিয়ে ধান লাগানো হয়। যা কম বৃষ্টি হলেও মাটি চোষে ধান লাগানো সম্ভব এই জিরো টিলেজ মেশিনের দ্বারা। এছাড়াও এইদিন উপস্থিত ছিলেন উদয়ন দাস ও কার্তিক বাউরি-সহ আরও অনেকে। ইভিএম নিউজ 

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর