ইভিএম নিউজ ব্যুরো, বহরমপুরঃ গত লোকসভা তো বটেই, সেইসঙ্গে কয়েকটি জেলায় সমবায় সহ পুরসভার সাম্প্রতিক একাধিক নির্বাচনে বামেদের রক্তক্ষরণ অনেকটাই বন্ধ হয়েছে বলে মনে করছে, রাজনৈতিক পর্যবেক্ষকদের একটা বড় অংশ। আর এইনিয়ে রাম-বাম আঁতাতের অভিযোগে নানা সময়ে সরব হয়েছে, রাজ্যের শাসকদল। যদিও রাজনৈতিক সাফল্যের তুঙ্গে থাকা বিজেপি কেন শূন্য হয়ে যাওয়া বামেদের সঙ্গে আঁতাত করবে, পদ্মশিবিরের সেই পাল্টা প্রশ্নের উত্তর একবারও দিতে পারেনি তৃণমূল কংগ্রেস।
এমনই এক পরিস্থিতিতে বিজেপির সেই প্রশ্নটিকে আরও জোরালো করল, প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর একটি পদক্ষেপ।

প্রসঙ্গত, আগামী ২৭ ফেব্রুয়ারি সাগরদিঘিতে বিধানসভা উপনির্বাচন। এই আসনটিতে কংগ্রেস তাদের প্রার্থী হিসাবে ব্যারন বিশ্বাসের নাম ইতিমধ্যেই ঘোষণা করেছে। এবার নিজেদের দলীয় প্রার্থীকে সমর্থন করতে বর্ষীয়ান বামনেতা তথা ফ্রন্টের চেয়ারম্যান বিমান বসুকে চিঠি দিলেন, প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুরের সাংসদ অধীর চৌধুরী। যদিও আসন্ন এই উপনির্বাচনে বাম-কংগ্রেস জোট শেষপর্যন্ত আদৌ হবে কিনা, এই প্রশ্নের এখনও কোনও সদুত্তর নেই। জোটের ব্যাপারে আলোচনা করতে সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম মুর্শিদাবাদের সিপিএম জেলা নেতৃত্বের পাশাপাশি অন্যান্য বামশরিকদের সঙ্গে আলোচনা চালাচ্ছেন বলে খবর। আর এই আলোচনা থেকে ইতিবাচক কিছু বেরোলে, বৃহস্পতিবার প্রদেশ কংগ্রেস সভাপতির সঙ্গে বৈঠক করতে পারেন সিপিএমের রাজ্য সম্পাদক।

তবে একতরফাভাবে আগেভাগেই কংগ্রেসের তরফে সাগরদিঘি আসনটিতে ধুলিয়ানের কংগ্রেস নেতা ব্যারন বিশ্বাসের নাম ঘোষণা করায় সিপিএমের স্থানীয় নেতাদের অনেকেই ক্ষুব্ধ বলে শোনা যাচ্ছে। আর এতেই তৈরি হয়েছে জটিলতা। উল্লেখ্য, রাজ্যের মন্ত্রী সুব্রত সাহার মৃত্যুর পরেই সাগরদিঘি আসনটি বিধায়কশূন্য হয়ে যায়। যার জেরে আগামী ২৭ ফেব্রুয়ারি উপনির্বাচন ঘোষণা করা হয়েছে। ভোট গণনা ও ঘোষণা হবে আগামী ২ মার্চ। ইতিমধ্যেই এই আসনে তৃণমূল ও বিজেপির তরফে প্রার্থী ঘোষণা করা হয়েছে। তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেবাশিস বন্দ্যোপাধ্যায় আর ভারতীয় জনতা দলের প্রার্থী দিলীপ সাহা।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর