রাজীব ঘোষ, ৮ সেপ্টেম্বর: মেয়াদ প্রায় শেষের পথে | ২০০০ টাকার কতগুলি নোট ঘরে ফিরল?

বাজার থেকে নোট তুলে নেওয়ার সিদ্ধান্ত নেয় রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। গত ১৯ মে ২০০০ টাকার নোট বাজার (2000 Rs Currency Withdraw) থেকে পুরোপুরি তুলে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছিল আরবিআই। আর সেই প্রক্রিয়া হিসেবেই প্রথমদিকে ২৩ শে মে পর্যন্ত RBI- এর তরফে বিভিন্ন ব্যাঙ্কে এই ২০০০ টাকার নোট জমা দিয়ে দেওয়ার সময়সীমা জারি করেছিল। কিন্তু তারপরেও ২০০০ টাকার নোট জমা দেওয়া নিয়ে সময় কিছুটা কম হওয়ার কারণে সেই সময়সীমা আরও বাড়িয়ে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ধার্য করে আরবিআই। এরপরে আর ২০০০ টাকার নোট ব্যাঙ্কে জমা দেওয়া যাবেনা।

লোন নিলে ছুতোনাতা দিয়ে টাকা তোলা যাবে না: RBI

আবার বাজারেও ২০০০ টাকার নোট লেনদেন করা সম্ভব নয়। কারণ ইতিমধ্যেই এই ২০০০ টাকার নোটের উপরে নিষেধাজ্ঞা জারি করে দেওয়া হয়েছে। ফলে চলতি মাসেই নোটের ব্যবহারের সময়সীমা শেষ হওয়ার কিছুদিন আগে ২০০০ টাকার নোট কতগুলি, কত মূল্যের, ঘরে ফিরে এল, সেটা জেনে নেওয়া যাক। এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, ২০০০ টাকার নোট যাদের কাছে গচ্ছিত ছিল তাদের অধিকাংশই ব্যাঙ্কে জমা দিয়েছেন। তবে এখনও পর্যন্ত বেশ কিছুটা বাকি রয়েছে বলে জানিয়েছে আর বি আই।

RBI-এর তরফে জানানো হয়েছে, এখনও পর্যন্ত ৩.৩২ লক্ষ কোটি মূল্যের ২০০০ টাকার নোট ব্যাঙ্কিং সিস্টেমে ফের ফিরে এসেছে। চলতি মাসের মধ্যেই বাকি যে ২০০০ টাকার নোট বাজারে রয়েছে, তাও ফিরে আসবে বলেই তারা মনে করছেন। তার অর্থ, বাজারে ছাড়া ২০০০ টাকার নোটের প্রায় ৯৩%ই ঘরে ফিরে এসেছে। ৩১ জুলাই পর্যন্ত ব্যাঙ্কগুলিতে প্রায় ৩.১৪ লক্ষ কোটি টাকার ২০০০ টাকার নোট জমা পড়ে। যেটা প্রায় বাজারের ৮৮ শতাংশ। তারপরে দেখা যায়, ৩১ আগস্ট পর্যন্ত বাজারে ০.২৪ লক্ষ কোটি টাকা মূল্যের ২০০০ টাকার নোটের সন্ধান পাওয়া যায়। তবে এখনও পর্যন্ত প্রায় ৩.৩২ লক্ষ কোটি টাকা মূল্যের ২০০০ টাকার নোটের প্রায় ৮৭ শতাংশ ব্যাঙ্কিং সিস্টেমে জমা পড়েছে। যারা এখনও পর্যন্ত ২০০০ টাকার নোট জমা করেননি, তাদের যত শীঘ্রই সম্ভব জমা দেওয়ার কথা বলছে আরবিআই। ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর