ইভিএম নিউজ ব্যুরো, ১৮ জুলাইঃ ( Latest News) ভোট পরবর্তী হিংসা অব্যাহত রাজ্যজুড়ে। ঝাড়গ্রামের সাঁকরাইল ব্লকের বাঁকড়া অঞ্চলের বিজেপি কর্মীর উপর চড়াও তৃণমূলের দুষ্কৃতীরা। বিজেপির অভিযোগ গত ১১ তারিখ ভোট গণনার পর দিন থেকেই যেই যেই এলাকাগুলোতে তৃণমূল ভালো ফল করেছে সেখানে বিজেপি কর্মীদের উপরে ভয় দেখানো এবং হামলার অভিযোগ উঠছিল। গতকাল রাত্রে বেলায় বিজেপির কিছু লোকজন বাঁকড়া অঞ্চলের পাথরকাটি গ্রামে তারা এক জায়গায় রান্নাবান্না করে খাওয়া দাওয়া করছিল সেখানে কয়েকজন বাইকে এসে বাঁশ লাঠি নিয়ে তিন চারজন বিজেপি কর্মীর উপর আচমকা হামলা চালায়। ওই ঘটনায় বিজেপির দুজন কর্মী আহত হয় তাদেরকে প্রথমে ভাঙ্গাগড় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। তাদের অবস্থা আশঙ্কা জনক হয় ঝাড়গ্রাম সুপারস্পেস্যালিটি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। (EVM News)
