রাজীব ঘোষ, ২৫ অক্টোবর: ফাটাফাটি কয়েকটি মিউচুয়াল ফান্ড | টাকা রাখলেই কেল্লাফতে
ব্যাংক, পোস্ট অফিসের প্রথাগত সঞ্চয়ের পাশাপাশি এই মুহূর্তে অধিকাংশ মানুষই মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ শুরু করেছেন। তার কারণ, আর্থিক পরিস্থিতির সঙ্গে সমানতালে লড়াই চালাতে গেলে কিছুটা রিস্ক নিতেই হবে।
দুর্দান্ত বিজনেস! শুরু করলেই মালামাল হয়ে যাবেন
যেভাবে মার্কেটের জিনিসপত্রের দাম ঊর্ধ্বমুখী, সেক্ষেত্রে নিজের উপার্জন করা টাকাকেও যদি কিছুটা হলেও উচ্চ হারে বাড়িয়ে না নেওয়া যায়, তাহলে পরবর্তীতে সমস্যা তৈরি হতে পারে। তাই সকলেই এখন একটু-আধটু ট্র্যাডিশনাল ইনভেস্টমেন্ট এর বাইরে বেরিয়ে মিউচুয়াল ফান্ড, স্টক মার্কেটে বিনিয়োগ শুরু করেছেন।
মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ক্ষেত্রে বহু সুবিধা রয়েছে। সেক্ষেত্রে যেমন সরাসরি স্টক মার্কেটের খোঁজ খবর রাখতে হয় না, আবার পাশাপাশি একটা নির্দিষ্ট মেয়াদে একটু একটু করে SIP পদ্ধতিতে জমা দিলে উচ্চ হারে মোটা অংকের তহবিল তৈরি হয়ে যায়। তাই এই মুহূর্তে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করা মানুষের সংখ্যা বেড়েই চলেছে।
এরকমই কয়েকটি মিউচুয়াল ফান্ডের সন্ধান দেওয়া হবে। যেখানে ৪ থেকে ৫ বছরের মধ্যে প্রায় তিনগুণ সম্পদ বৃদ্ধি পেতে পারে। দেখে নিন সেই সমস্ত মিউচুয়াল ফান্ডের তালিকা।
HDFC Small Cap Fund– ডিরেক্ট গ্রোথ, মাঝারি ঝুঁকির এই ফান্ড ২০১৩ সালের ১ জানুয়ারি চালু হয়। শুরুর সময় থেকে এখন অবধি ২১.৪১ শতাংশ রিটার্ন দিয়েছে। পাঁচ বছরের মেয়াদে ২৬.১% পর্যন্ত রিটার্ন দিতে পারে স্মল ক্যাপ ইক্যুইটি ওরিয়েন্টেড এই মিউচুয়াল ফান্ড।
Principal Emerging Blue Chip Fund– ডিরেক্ট গ্রোথ, এই লার্জ ও মিড ক্যাপ ইক্যুইটি ওরিয়েন্টেড মিউচুয়াল ফান্ড মাঝারি ঝুঁকির। শুরুর সময় থেকে ২৬.৬২ শতাংশ রিটার্ন দিয়েছে এই ফান্ড। পাঁচ বছরের হিসাবে ৩৪.২% পর্যন্ত রিটার্ন দিয়েছে।
Reliance Small Cap Fund– এটিতে আবার উচ্চ ঝুঁকির সম্ভাবনা রয়েছে। তবে এখনো পর্যন্ত ২৮.৮৭ শতাংশ রিটার্ন দিয়েছে এই স্মল ক্যাপ ইক্যুইটি ওরিয়েন্টেড মিউচুয়াল ফান্ড। হিসাব মতো পাঁচ বছরের বিনিয়োগের ক্ষেত্রে ৩৯.৩ শতাংশ পর্যন্ত রিটার্ন দিতে পারে এই ফান্ড।
ICICI Prudential Mid-Cap Fund– ডিরেক্ট গ্রোথ এই ফান্ডটি অবশ্য মাঝারি ঝুঁকি সম্পন্ন। শুরুর সময় থেকে ২০.৮৭ শতাংশ রিটার্ন দিয়েছে। দেখা যাচ্ছে, পাঁচ বছরে ২৯.৩ শতাংশ পর্যন্ত রিটার্ন দিয়েছে ICICI এর এই মিউচুয়াল ফান্ড। ইভিএম নিউজ