রাজীব ঘোষ, ২৩ অক্টোবর: দুর্গার আগমনে লক্ষ্মীলাভ! নজর কেড়েছেন মহিলা শিল্পীরা
শিল্পীর নিপুন হাতের ছোঁয়ায় একটু একটু করে তৈরি হচ্ছে মা দুর্গার অবয়ব। তবে মাটির নয়, কাঠের। আর এই কাঠের মা দুর্গা প্রতিমা তৈরি করেই ব্যাপক পরিমাণে টাকা উপার্জন করছেন শিল্পীরা। এখানে শিল্পী বলতে গেলে বিশেষ করে মহিলা শিল্পীদের কথাই বলতে হয়। কারণ, সংসারের কাজ সামলে রেখে তারা এই কাজে নেমেছেন। যদিও সংখ্যায় খুব কম। এরকমই একজন বিশেষ করে কাঠের দুর্গা প্রতিমা তৈরি করে নজর টানছেন সকলের।
রিফিউজি দুর্গা! থিম ভাবনায় চমক | হেরিটেজ ট্রামে পুজো
গড়পঞ্চকোটের রিঙ্কু কৈবর্ত নামে এক হস্তশিল্পী কাঠের দুর্গা প্রতিমা তৈরি করে এই উৎসবের মরশুমে ব্যাপক পরিমাণে উপার্জন করছেন। যেহেতু এখনো শীতের মরশুম শুরু হয়নি। পর্যটনের মরশুম সেভাবে না আসার কারণে একটু কম দামে বিক্রি হচ্ছে। তবু যদি দামের দিকে একটু নজর দেওয়া যায় দেখা যাবে, এই মুহূর্তে কাঠের দুর্গা প্রতিমা বিক্রি হচ্ছে ২ হাজার থেকে ২২০০ টাকায়।
আর শীতের মরশুমে যখন এখানে পর্যটন বেড়ে ওঠে, বিভিন্ন এলাকা থেকে পর্যটকরা ঘুরতে আসেন, সেই সময় এই হস্তশিল্পের দাম বেড়ে হয় ৩ হাজার থেকে ৩ হাজার ২০০ টাকা। এই কাঠের দুর্গাগুলি তৈরি হয় সোনাঝুরি গাছের থেকে। করাতকলে সোনাঝুরি গাছের এই কাঠ কেটে নিয়ে বাড়িতে এনে সূক্ষ্ম কাজের মাধ্যমে দুর্গার অবয়ব ফুটিয়ে তুলছেন শিল্পীরা।
পুজোর মরশুমে এই কাঠের দুর্গা সকলের নজর টেনেছে। শিল্পীর কথায়, পরিবারের সবাই মিলেই এই কাজ করছি। কেন্দাকুড়া থেকে কাজ শিখে শুরু করা হয়েছে। শিল্পী রিংকু জানালেন, এখন একটু কম দামে বিক্রি হচ্ছে। সোনাঝুরি গাছ থেকে এই কাঠের দুর্গার দাম ৩০০০ থেকে ৩২০০ টাকা। এই কাজে প্রচুর পরিশ্রম রয়েছে। গামার গাছের কাঠ দিয়ে যে দুর্গা প্রতিমা তৈরি করা হয় তার দাম ২০০০ থেকে ২৮০০ টাকা।
মূলত এই কাজ করতে ৭ দিন সময় লাগে। একসঙ্গে পাঁচটি করে কাজ করা যায়। একটা কাজে হাত দিলে পাঁচটায় একযোগে দুর্গার মুখ, হাত ফুটিয়ে তোলা হয়।
বাঁকুড়ার কাঠের এই শিল্পকলাকে রিঙ্কু কৈবর্ত পুরুলিয়ার গড়পঞ্চকোটে নিয়ে এসে যথেষ্ট নজর কেড়েছেন। আর এই দুর্গাপুজোর সময় মায়ের আগমনে কাঠের দুর্গা প্রতিমা বেশি করে সকলের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। উৎসবের সময় ব্যাপক লক্ষ্মীলাভ হচ্ছে শিল্পীদের। ইভিএম নিউজ