এভিএম নিউজ ব্যুরোঃ দুর্গাপুর তাপবিদ্যুৎ কেন্দ্রে ৮০০ মেগাওয়াটের বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা সম্পন্ন একটি নতুন ইউনিট তৈরির পরিকল্পনা নিয়েছে ডিভিসি। এই নতুন ইউনিট তৈরি করতে খরচ হবে প্রায় ৪ হাজার কোটি টাকা। ডিভিসির পক্ষ থেকে এ কথা জানিয়েছেন চেয়ারম্যান রাম নরেশ শিং। তিনি আরও বলেন, আগামী সাত বছরের মধ্যে বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ ৭ হাজার মেগাওয়াড থেকে বাড়িয়ে করা হবে ১৫ হাজার মেগাওয়াট । পাশপাশি , দুর্গাপুরে ব্যারেজের জল থেকে জলবিদ্যুৎ তৈরির বিষয়টিও খতিয়া দেখা হচ্ছে বলে জানিয়েছেন ডিভিসির চেয়ারম্যান। মাইথন ও পাঞ্ছেতের মতোই দুর্গাপুরেও ব্যারেজের জল থেকে বিদ্যুৎ উতপাদন করার জন্য একটি প্রকল্পের রূপরেখা তৈরি করা হবে তাড়াতাড়ি । তাপবিদ্যুৎ কেন্দ্রের বর্তমান প্রজেক্ট হেড ও চিফ ইঞ্জিনিয়ার মলয় বল বলেন, ‘ দুর্গা পুরের নতুন তাপ ইউনিটি তৈরির জন্য ৪ বছরের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। আমরা চেষ্টা করছি চার বছরের আগেই যাতে ৮০০ মেগাওয়াটের নতুন ইউনিটটির কাজ শেষ করা যায়।‘ পাশাপাশি জানা গিয়েছে, পুরুলিয়ার রঘুনাথপুরে ৬৬০ মেগাওয়াট প্ল্যান্টের যে কাজ বন্ধ ছিল সেটিও ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। ডিভিসির আর এক উচ্চ পদস্থ আধিকারিক জানিয়েছেন, রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার ডিভিসিকে সম্পূর্ণ সহযোগিতা করবে বলে তাঁরা আশাবাদী। কারণ, পরিকল্পনা রুপায়নের ক্ষেত্রে সহজে জমি পাওয়াটা অবশ্যই একটা বড় বিষয় বলে তাঁরা মনে করছেন।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর