ইভিএম নিউজ, ২৩ ফেব্রুয়ারিঃ কলকাতার রাস্তায় প্রায়ই জল অপচয় হতে দেখা যায়। ঘণ্টার পর ঘণ্টা জল পড়ে নষ্ট হয় অথচ কেউ জল বন্ধ করার ব্যবস্থা করে না। আর জল পড়া বন্ধ করতে গেলে হয়তো দেখা যায় কলের লক খারাপ বা পাইপ ফাটা। এবার সেই জল অপচয় রুখতেই নতুন পরিকল্পনা নিল কলকাতা পুরসভা। কলকাতায় ২৪ ঘণ্টা জল পরিষেবার কথা আগেই ঘোষণা করেছিলেন কলকাতা পুরসভার মেয়র। তবে যাদবপুর,টালিগঞ্জ, পাটুলি,বাইপাস সংলগ্ন এলাকা থেকে প্রায়ই জল অপচয়ের অভিযোগ পুরসভার কাছে জমা পড়ে। তাই ২৪ ঘণ্টা জল পরিষেবা দেওয়ার আগে পানীয় জলের অপচয় রুখতে মিটার বসানোর সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুরসভা।
জানা গেছে, প্রাথমিকভাবে কলকাতার দক্ষিণে প্রায় ২৫,০০০ পরিবারের মধ্যে এই মিটার বিলি করবে কলকাতা পুরসভা। এছাড়াও বুস্টার পাম্পিং স্টেশনগুলিতেও বসানো হবে মিটার। ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের সঙ্গেও যুক্ত করা হবে এই মিটার । ইতিমধ্যেই কলকাতা এনভায়রনমেন্ট অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ইমপ্রুভমেন্ট প্রজেক্টের আওতায় এই মিটার বসানোর কাজ শুরু হয়েছে। জানুয়ারি মাস থেকেই চলছে কাজ। কাশীপুর, টালা, সিঁথি, নর্দান অ্যাভিনিউ এবং বেলগাছিয়া এলাকায় মিটার বসানোর কাজ প্রায় সম্পূর্ণ। তবে যাদবপুর, বাঘাযতীন, পাটুলি, নয়াবাদ, কসবা, গড়ফা, মুকুন্দপুর, মাদুরদহ, আনন্দপুর ইত্যাদি এলাকাও এই প্রকল্পের অধীনে রয়েছে।
পুরসভার পক্ষ থেকে এই প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত একজন আধিকারিক বলেন, মিটার বসানোর এই সিদ্ধান্তের উদ্দেশ্য হল জলের অপচয় বন্ধ করা। পাইপলাইনে অনেকসময় ফুটো হওয়ার কারণে পানীয় জল অনেক অপচয় হয়। তাই জলের অপচয়ের পরিমাপ এবং সঠিক সময়ে পাইপের যে কোনও ক্ষতির মেরামতির জন্যই মিটার বসানো হচ্ছে। তাছাড়া এর ফলে ওই সমস্ত এলাকায় বসবাসকারী পরিবারগুলির জল ব্যবহার এবং জল অপচয়ের ওপর নজর রাখা যাবে।
তবে কলকাতা পুরসভার মেয়রের দেওয়া কথা রাখা হবে। বাসিন্দাদের পানীয় জলের প্রয়োজন মেটাতেই ২৪ ঘণ্টা জল পরিষেবা দেওয়া হবে। কিন্তু তার আগে শুধু এই মিটারগুলি নির্দিষ্ট এলাকায় বসিয়ে দেওয়া হবে।