স্বপন দাস, ১৩ ই ফেব্রুয়ারিঃ মোদী সরকারের বিরুদ্ধে প্রায়শই রাষ্ট্রায়ত্ত শিল্প বেচে দেওয়ার অভিযোগ তোলে বিরোধী দলগুলো। সেই সমস্ত অভিযোগের উত্তর এলো গত ডিসেম্বরে শেষ হওয়া ত্রৈমাসিকে।যেখানে ১২ টি রাষ্ট্রায়ত্ত সংস্থার মুনাফার পরিমান দাঁড়িয়েছে ২৯ হাজার ১৭৫ কোটি টাকা। যদিও,করোনা পরবর্তী সময়ে বেশ কয়েকটি ত্রৈমাসিকে লাভের মুখ দেখেছিলো রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক।এবারে যেটি বেড়ে হয়েছে ১২টি। এর মধ্যে চারটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের মুনাফার পরিমান একশ শতাংশ অতিক্রম করেছে। ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র শতাংশের হিসাবে সব থেকে বেশী মুনাফা করেছে।প্রায় ১৩৯ শতাংশ অর্থাৎ মুনাফার অঙ্কে যা ৭৭৫ কোটি টাকার কিছু বেশী। দ্বিতীয় স্থানে রয়েছে কলকাতা ভিত্তিক ইউকো ব্যাঙ্ক। যাঁদের মুনাফার অঙ্ক ৬৩৫ কোটি টাকা। এছাড়াও ইন্ডিয়ান ব্যাঙ্ক ও ইউনিয়ন ব্যাঙ্কের মুনাফা ১০০% ছাড়িয়েছে।

করোনা অতিমারির বছর গুলিতে ও তার আগের কয়েক কয়েক বছর ধরেই অনুৎপাদক সম্পদের(এণপিএ)বোঝায় জেরবার রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক গুলিকে বাজেটে পুঁজি জোগানোর কথা ঘোষণা করেছিলো নরেন্দ্র মোদী সরকার। তবে একই সঙ্গে তাদের ঋণ বণ্টন এবং বাজার থেকে তহবিল জোগাড়েও জোর দিতে বলেছিল। যদিও ,এবছর সেরকম কোন ঘোষণা করেননি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, ব্যাঙ্কিং শিল্পকে স্বস্তি দিয়ে বেড়ে চলা লাভের অঙ্কই বোধহয় এর কারন।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর