ইভিএম নিউজ ব্যুরো, ৩০ এপ্রিলঃ রাজ্যের বিভিন্ন বাংলা সহায়তা কেন্দ্রে ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ করা হয়েছে। কিন্তু এই নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ ছিল না – এই অভিযোগ করেছেন বেশ কয়েকজন আবেদনকারী। এমনকি এ বিষয়ে তারা মামলাও করেছেন। সেই মামলার রায়ও বেরিয়েছে, যে রায়ে বলা হয়েছে, রাজ্য সরকার এবং কর্মী নির্বাচন করেছে যে সংস্থা – উভয়পক্ষকেই নিয়োগ পদ্ধতি সম্পর্কে বিস্তারিত তথ্য জমা দিতে হবে আদালতের কাছে।

মামলাকারীদের একজন সুরজিৎ কাঁড়ার। তিনি জানিয়েছেন, ২০২১ সালের আগস্ট মাসের গোড়ায় এই নিয়োগ সংক্রান্ত আবেদন পত্র অনলাইনে জমা নেওয়া হয়েছিল। রাজ্য সরকারের পক্ষ থেকে ওয়েবেল টেকনোলজি লিমিটেডকে এ জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল। ওয়েবেলের দায়িত্ব ছিল সাব ডিভিশন এবং ব্লক পর্যায়ে বাংলা সহায়তা কেন্দ্রের জন্য ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ করা।

অনলাইনে প্রথমে আবেদন পত্র জমা নেওয়া হয়েছিল। যারা আবেদন করেছিলেন তাদের প্রত্যেককে একটি করে আইডি নম্বর দেওয়া হয়। ৮ই আগস্ট ২০২১ ছিল অনলাইনে আবেদন পত্র জমা নেওয়ার শেষ দিন।৮ই আগস্ট রাত্রেই ওয়েবেলের নিজস্ব ওয়েবসাইটে জানানো হয় যে ৯ ই আগস্ট ইন্টারভিউ হবে। সেই অনুসারে আবেদনকারীরা বিভিন্ন সেন্টারে ইন্টারভিউ দিতে যান। ইন্টারভিউ হয়েও ছিল।

এরপর ১৩ তারিখে এক ইউটিউবার তার নিজস্ব ইউটিউব চ্যানেলে একটি তালিকা প্রকাশ করেন। ওই ইউটিউবারের দাবি ছিল, বাংলা সহায়তা কেন্দ্রে যারা ডেটা এন্ট্রি অপারেটর পদে চাকরি পেয়েছেন এটি তাদের নামের তালিকা। যদিও ওয়েবেলের নিজস্ব ওয়েবসাইট বা কোন সরকারি ওয়েবসাইটে আজ পর্যন্ত সে রকম কোনো তালিকাই বের হয়নি।

মামলাকারীদের বক্তব্য, সরকারিভাবে কিছু জানানো হলো না, অথচ যেভাবে এটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ হয়ে গেল তা রীতিমতো সন্দেহজনক। গোটা নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতার অভাব রয়েছে। এজন্যই তারা মামলা করেন।
ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি চলছে। আগামী ১৫ই মে তে রাজ্য সরকার এবং ওয়েবেল – উভয় পক্ষকেই গোটা নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে পূর্ণাঙ্গ তথ্য জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।(EVM News)নিখোঁজ সদ্যোজাত শিশু, বিক্ষোভে উত্তাল উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতাল, প্রতিবাদ বিজেপির যুব মোর্চার

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর