ব্যুরো নিউজ, ৬ সেপ্টেম্বর: ‘আইনের উর্ধ্বে কেউ নয়’ মুখ্যমন্ত্রীকে জবাব উপাচার্যের। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ISRO টিম। খতিয়ে দেখবেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গা। পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর মন্তব্যের জবাব উপাচার্যের।

মঙ্গলবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আসেন ISRO-র ২ বিজ্ঞানী। উপাচার্যের সঙ্গে ঘন্টাখানেক বৈঠক করার পর যাদবপুর বিশ্ববিদ্যালয় তিন আধিকারিক বিশ্ববিদ্যালয়ের একটি ব্লু প্রিন্ট হাতে নিয়ে বিশ্ববিদ্যালয়ের পাঁচখানা গেট বিশ্ববিদ্যালয় ওপেন এয়ার থিয়েটার-সহ সমস্ত জায়গা ঘুরে দেখায় ইসরোর প্রতিনিধিদের। তারা প্রত্যেকটির গেটের নকশা হাতে আঁকেন এবং কোথায় কি ধরনের টেকনোলজি ব্যবহার করার প্রয়োজন তা নিয়েও বিস্তারিত আলোচনা হয়। মূলত ইমেজ রিকগনাইজেশন ডবল টোকেন মেসেজ বেস সিস্টেম আউটসাইটেদের জন্য, rfid সিসিটিভি ক্যামেরা কিভাবে বসালে নিরাপত্তা সুনিশ্চিত করা যায় সমস্ত বিষয় নিয়ে প্রাথমিকভাবে তারা পরিকল্পনা করেন।

যাদবপুরে ইসরোর ২ বিজ্ঞানী

উচ্চশিক্ষা দফতর ৮ তারিখ রেজিস্টারদের নিয়ে বৈঠক করবেন, এই প্রসঙ্গে অন্তর্বর্তীকালীন উপাচার্য বুদ্ধদেব সাউ বলেন, জনগণের পয়সা দিয়ে চলে একটি বিশ্ববিদ্যালয়। রাজ্য সরকার যেহেতু অর্থ দেয় তাই তাদের জানার অধিকারও আছে। রেজিষ্টার অবশ্যই যাবেন। আরও খুশি হতাম যদি আমাকেও আমন্ত্রণ জানানো হত। তাহলে আমিও যেতাম।

যাদের বিরুদ্ধে অভ্যন্তরীণ তদন্ত কমিটি শাস্তির সুপারিশ করেছে তা কতদিনের জন্য কার্যকর হবে? এই প্রশ্নের উত্তরে উপাচার্য জানান, ওই রিপোর্ট অ্যান্টি র‍্যাগিং কমিটতে পাঠানো হয়েছে। তারা পর্যালোচনা করবেন, পরবর্তীকালে এক্সিকিউটিভ কাউন্সিলের বৈঠক হবে। আর এই মাসেই এক্সিকিউটিভ কাউন্সিলের বৈঠক হবে। এমনটাই জানালেন উপাচার্য।

মঙ্গলবার শিক্ষক দিবস উপলক্ষে মঞ্চ থেকে প্রকাশ্যে বিশ্ববিদ্যালয়গুলির টাকা বন্ধের হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী। সেই প্রসঙ্গে উপাচার্য বুদ্ধদেব সাউ বলেন, “আইনের উর্ধ্বে কেউ নয়। তিনি যে কথা বলেছেন তার আইনি যুক্তি কতটা রয়েছে?” ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর