উস্তাদ জাকির হুসেনের প্রয়াণ বিরল ফুসফুসজনিত রোগ ‘আইপিএফ’-এর কারণে

ব্যুরো নিউজ,১৭ ডিসেম্বর:বিশ্ববন্দিত তবলাশিল্পী উস্তাদ জাকির হুসেন সান ফ্রান্সিসকোর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ৭৩ বছর বয়সী এই কিংবদন্তি দীর্ঘদিন ধরে ভুগছিলেন একটি বিরল ফুসফুসজনিত রোগে যা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় ‘ইডিয়োপ্যাথিক পালমোনারি ফাইব্রোসিস’ (আইপিএফ) নামে পরিচিত। প্রায় দুই সপ্তাহ ধরে হাসপাতালে ভর্তি থাকা জাকির হুসেনের অবস্থার ক্রমাগত অবনতি হলে তাঁকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে স্থানান্তরিত করা হয়। শেষ পর্যন্ত ভেন্টিলেটরেও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।

আন্দ্রেস ইনিয়েস্তাঃ এক যুগের অবসান, এবার তার নতুন ইনিংস শুরু

‘ইডিয়োপ্যাথিক পালমোনারি ফাইব্রোসিস’ কী?

আইপিএফ হলো এমন একটি রোগ যেখানে ফুসফুস ধীরে ধীরে তার নমনীয়তা হারায়। শ্বাস নিতেও অসুবিধা হয় এবং রক্তে অক্সিজেনের ঘাটতি দেখা দেয়। ফুসফুসের ছোট ছোট বায়ুথলি (অ্যালভিওলাই) শক্ত এবং পুরু হয়ে যায় যা পালমোনারি হাইপারটেনশন এবং হৃদযন্ত্র বিকল হওয়ার সম্ভাবনা তৈরি করে।

কী কারণে হয় আইপিএফ?

রোগটি কেন হয় তার নির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি। তবে ধূমপান, পরিবেশ দূষণ, এবং জিনগত ঝুঁকি আইপিএফ-এর কারণ হতে পারে বলে ধারণা করা হয়। রোগটির নামের সঙ্গে ‘ইডিয়োপ্যাথিক’ শব্দটি যুক্ত যার অর্থ হলো ‘অজ্ঞাত কারণ’।

কালীঘাট মেট্রো চুমু-কাণ্ড: ভালোবাসা নাকি শালীনতা লঙ্ঘন?

আইপিএফ-এর লক্ষণ

  • সামান্য হাঁটাচলা বা হালকা শরীরচর্চায় শ্বাসকষ্ট
  • দীর্ঘমেয়াদী শুকনো কাশি
  • ক্লান্তি এবং দুর্বলতা
  • ঠান্ডা লাগা বা ইনফ্লুয়েঞ্জায় রোগের তীব্রতা বৃদ্ধি

চিকিৎসার উপায়

আইপিএফ-এর নির্দিষ্ট কোনও চিকিৎসা নেই। রোগটি ধীরে ধীরে ফুসফুসের কার্যক্ষমতা নষ্ট করে। ফুসফুস প্রতিস্থাপন একমাত্র স্থায়ী সমাধান হলেও এটি ব্যয়বহুল এবং বয়স্কদের জন্য ঝুঁকিপূর্ণ। ফুসফুসের কার্যক্ষমতা ধীর করার জন্য কিছু ওষুধ পাওয়া যায়। শ্বাসকষ্ট কমাতে বাইরে থেকে অক্সিজেন সরবরাহ এবং লাং এক্সপ্যানশন এক্সারসাইজ সহায়ক হতে পারে।

পৃথ্বী শ’র জন্য সতর্কবার্তাঃ প্রতিভা আছে, তবে শৃঙ্খলাও জরুরি

আইপিএফ বনাম সিওপিডি

আইপিএফ এবং সিওপিডি (ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ) দুটোই ফুসফুসজনিত রোগ হলেও তাদের লক্ষণ এবং চিকিৎসার ধরন ভিন্ন। ধূমপায়ীদের মধ্যে এই দুই রোগের ঝুঁকি বেশি। যারা একসঙ্গে এই দুই রোগে আক্রান্ত হন তাদের চিকিৎসা আরও জটিল হয়ে পড়ে।

উস্তাদ জাকির হুসেনের প্রয়াণ বিশ্ব সঙ্গীতজগতে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি করেছে। তাঁর অসাধারণ সুরের ঝঙ্কার চিরকাল সঙ্গীতপ্রেমীদের মনে বেঁচে থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর