ব্যুরো নিউজ, ১৬ অক্টোবর: X হ্যান্ডেলে ধ্বংসাবশেষের ছবি প্রকাশ করল ইজরায়েল ডিফেন্স

৭ই অক্টোবর হঠাৎই হামাস সন্ত্রাসবাদীরা হামলা চালায় ইজরায়েলের ওপর। মারা যান শতাধিক নিরীহ মানুষ। ছারখার হয়ে যায় গাঁজা স্রিফ সংলগ্ন ইসরাইলের বেশ কিছুটা অংশ।

রাস্তা সংস্কারের পরেও খানাখন্দ! জলে গেল ৩৯কোটি টাকা!

আজ ইজরায়েল ডিফেন্স ফোর্স তাদের X অর্থাৎTwitter-এ উপগ্রহ চিত্র থেকে পাওয়া সেই ধ্বংসের ছবি প্রকাশ করে। যেখানে দেখা যাচ্ছে কালো ও ধূসর ধোঁয়ায় ছেয়ে গেছে বিস্তীর্ণ এলাকা। হামাসের আক্রমণ এতটাই নৃশংস ছিল যা উপগ্রহ চিত্র থেকে বোঝা যাচ্ছে।

পাশাপাশি ৬ই অক্টোবরের ইজরায়েলের ছবিও প্রকাশ করা হয়। ইতিমধ্যেই ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। হামাস সন্ত্রাসবাদীদের খতম করার জন্য গাজা পট্টিতে আক্রমণ শুরু করেছে। এখনও অব্যাহত রয়েছে এই যুদ্ধ। ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর