শীতে চুল পড়া বন্ধ করতে মেনে চলুন এই টিপসগুলি

ব্যুরো নিউজ ,১৯ ডিসেম্বর:শীত আসতেই চুল পড়ার সমস্যা যেন বেড়ে যায়। বাতাসের আর্দ্রতা কমে যাওয়ায় স্ক্যাল্প শুকিয়ে রুক্ষ হয়ে যায়, ফলে দুর্বল হয়ে চুল ঝরে পড়ে। এর সঙ্গে দূষণের প্রভাব এবং স্ক্যাল্প সংক্রমণ যোগ হয়ে সমস্যাটি আরও প্রকট হয়ে ওঠে। তাই শীতকালে চুলের বাড়তি যত্ন নেওয়া অত্যন্ত জরুরি। কয়েকটি সহজ টিপস মেনে চললে আপনি সহজেই এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। জেনে নিন কীভাবে চুল পড়া ঠেকিয়ে চুল সুস্থ ও উজ্জ্বল রাখা যায়।

চুল পড়া, খুশকি এবং রুক্ষতার সমস্যায় ভুগছেন ?পেঁয়াজের তেল বানিয়ে চুলের যত্ন নিন, দূর হবে সব সমস্যা

কি কি করবেন


১. নিয়মিত স্ক্যাল্প ম্যাসাজ করুন

প্রতিদিন অন্তত ১০ মিনিট ড্রাই ম্যাসাজ করুন। স্ক্যাল্প ম্যাসাজ রক্ত সঞ্চালন বাড়িয়ে চুলের দ্রুত বৃদ্ধি ঘটায়। রাতে ঘুমাতে যাওয়ার আগে এই অভ্যাসটি মেনে চলুন, উপকার পাবেন।

২. হেয়ার গ্রোথ সিরাম ব্যবহার করুন

শীতে চুলের গোঁড়ায় আর্দ্রতা ধরে রাখতে হেয়ার গ্রোথ সিরাম অত্যন্ত কার্যকর। এটি স্ক্যাল্পের পুষ্টি যোগায় এবং নতুন চুল গজাতে সাহায্য করে। রাতে ঘুমানোর আগে সিরাম লাগানোর অভ্যাস করুন। কয়েক দিনের মধ্যেই ফল পাবেন।

পেয়ারা পাতার ম্যাজিকে ভ্যানিশ হবে চুলের সব সমস্যা 

৩. তেল মালিশ করুন

সপ্তাহে একবার তেল মালিশ করুন। নারকেল তেল বা আমন্ড অয়েলের সঙ্গে ক্যাস্টর অয়েল মিশিয়ে স্ক্যাল্পে আলতোভাবে ম্যাসাজ করুন। ৩০ মিনিট অপেক্ষা করে শ্যাম্পু করুন। এটি চুলের আর্দ্রতা বজায় রেখে চুলের জেল্লা বাড়ায়। তবে খুশকি বা অন্য কোনও স্ক্যাল্প সমস্যা থাকলে তেল ব্যবহার না করাই ভালো।

৪. হেয়ার প্রোডাক্টের ব্যবহার কমান

শীতে অতিরিক্ত হেয়ার প্রোডাক্ট, যেমন হেয়ার স্প্রে বা জেল, ব্যবহার করা উচিত নয়। এগুলি চুল আরও রুক্ষ এবং দুর্বল করে তোলে। চুল পড়া কমাতে স্টাইলিং প্রোডাক্টের ব্যবহার নিয়ন্ত্রণে রাখুন।

ব্রণর সমস্যায় ভুগছেন? কারণ হতে পারে আপনার চুলের সমস্যা।জানুন কিভাবে যত্ন নেবেন চুলের

শীতে চুলের সঠিক যত্ন নিলে চুল পড়া কমবে এবং চুল থাকবে উজ্জ্বল ও স্বাস্থ্যকর। তাই এগুলি মেনে চলুন এবং শীতের সময়ও চুলের সৌন্দর্য ধরে রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর