কেন পাবলিক টয়লেটের দরজার নীচে ফাঁক রাখা হয় জানেন?

ব্যুরো নিউজ,১৮ ডিসেম্বর:আমাদের প্রায় সকলকেই জীবনের কোনও না কোনও সময় পাবলিক টয়লেট ব্যবহার করতে হয়। যতই অস্বস্তি বা খারাপ লাগুক দরকারে অনেক সময় রাস্তার শৌচাগারের শরণাপন্ন হওয়া ছাড়া উপায় থাকে না। তবে, একটা বিষয় কি কখনও লক্ষ্য করেছেন? প্রায় প্রতিটি পাবলিক টয়লেটের দরজা এবং মেঝের মধ্যে একটি ফাঁক থাকে। বাড়ির টয়লেটে এই ফাঁক থাকে না। তাহলে পাবলিক টয়লেটে কেন এমন ফাঁক রাখা হয়? এর পেছনে রয়েছে বেশ কিছু কার্যকর কারণ।

শ্বাসনালীতে আটকে গিয়েছিল ধাতব স্প্রিং, দীর্ঘদিন ধরে চলা শ্বাসকষ্ট এবং রক্তপাতের পর অবশেষে সুস্থ যুবক

একাধিক বড় কারণ


প্রথমত, এই ফাঁক টয়লেট পরিষ্কার করার সুবিধা বাড়ায়। টয়লেটের ভেতর কোনা পরিষ্কার করার জন্য এই ফাঁকটি গুরুত্বপূর্ণ। একই সঙ্গে, এই ফাঁক দুর্গন্ধ কমাতে সাহায্য করে। টয়লেটের ভেতরে পর্যাপ্ত বায়ু চলাচলের জন্য দরজা আর মেঝের মধ্যবর্তী ফাঁকটি অত্যন্ত কার্যকর।দ্বিতীয়ত, এই ফাঁকটি জরুরি পরিস্থিতিতে সাহায্য করে। ধরুন, কেউ অসুস্থ হয়ে পড়েছেন বা শৌচাগারের ভেতরে পড়ে গেছেন, তখন দরজার নীচের ফাঁক দিয়ে বাইরের মানুষ সহজেই তাকে দেখতে পারেন এবং দ্রুত সাহায্য করতে পারেন। এমনকি দরজা ভেঙে ঢোকার প্রয়োজন হলে কাজটি অনেক সহজ হয়ে যায়।

শরীর সুস্থ রাখতে বৃক্ষাসনের উপকারিতা এবং সঠিক পদ্ধতি

তৃতীয়ত, এই ফাঁকের মাধ্যমে পাবলিক টয়লেটে অনৈতিক কাজ বা ধূমপানের মতো কার্যকলাপও সহজেই নজরে আসে। ফলে নিরাপত্তার জন্যও এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।আরও একটি বড় কারণ হল, দরজার নীচে ফাঁক থাকলে কেউ বাইরে থেকে তালা দিয়ে দিলে, দরজাটি ভেঙে বা টেনে বের হওয়া সহজ হয়ে যায়। তাই দুর্ঘটনার ঝুঁকি কমে।সব মিলিয়ে, পাবলিক টয়লেটের দরজার নীচে ফাঁক রাখা হয় ব্যবহারকারীদের নিরাপত্তা, স্বাস্থ্যবিধি এবং সুবিধার কথা মাথায় রেখেই। তাই এই ছোট বিষয়টির পেছনে রয়েছে একাধিক বড় কারণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর