ব্যুরো নিউজ,১৯ নভেম্বর:শীতের শুরুতেই বাজারে মধ্যবিত্তের পকেটে টান পড়েছে। সাম্প্রতিক অতিবৃষ্টির কারণে শাক-সবজি এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির আশঙ্কা ছিল যা এখন বাস্তব হয়ে উঠেছে। সবচেয়ে বড় ধাক্কা লেগেছে রসুনের দামে। বর্তমানে রসুনের প্রতি কেজির দাম ৪০০ টাকা ছাড়িয়েছে। সাধারণ মানুষ বলছেন এমন পরিস্থিতিতে হয়তো রসুন ছাড়াই রান্না করতে হবে।
এক ধাক্কায় বেড়েছে রসুনের দাম
শুধু রসুন নয়, পালং শাক, ঝিঙে, পটলের মতো সবজির দামও আকাশছোঁয়া। পালং শাক বিক্রি হচ্ছে প্রতি কেজি ৮০-৯০ টাকায়, ঝিঙে ৬০ টাকা, আর পটল ৫০ টাকা কেজি। তবে পেঁয়াজের দামে কিছুটা স্থিতি এসেছে। নভেম্বর মাসে পাঁচ বছরের সর্বোচ্চ পর্যায়ে থাকা পেঁয়াজের দাম এখন প্রতি কেজি ৫০ টাকায় নেমেছে।
সাইবার প্রতারনায় আসল পুলিশ অফিসারের জালে ধরা পড়ল ভুয়ো পুলিশ !
আইসিআইসিআই ব্যাঙ্কের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল দেশের বৃহত্তম পেঁয়াজ বাজার লাসলগাঁওতে কুইন্টাল প্রতি পেঁয়াজের পাইকারি মূল্য নভেম্বর মাসে ৫৫০০ টাকা ছাড়িয়েছিল। যদিও এখন সেই দাম সামান্য কমেছে।
দ্রব্যমূল্যের এমন ঊর্ধ্বগতিতে বাজার করতে এসে মধ্যবিত্ত ক্রেতারা বেশ বিপাকে পড়েছেন। প্রয়োজনীয় জিনিসপত্রের পরিমাণ কমিয়ে বাড়ি ফিরতে বাধ্য হচ্ছেন তারা। বিক্রেতারাও দুশ্চিন্তায় রয়েছেন কারণ ক্রেতার সংখ্যা দিন দিন কমছে। শীতের শুরুতেই এমন পরিস্থিতি বাজারের ওপর আরও চাপ সৃষ্টি করবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।