ব্যুরো নিউজ,৩ অক্টোবর:তেল আভিভে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর আমেরিকা ইজরায়েলের পাশে দাঁড়িয়েছে। পশ্চিম এশিয়ায় যুদ্ধের আশঙ্কার মধ্যে প্রেসিডেন্ট জো বাইডেনের সরকার জানিয়েছে, তারা ইজরায়েলের আত্মরক্ষার অধিকারকে সমর্থন করে। বাইডেনের দফতর একটি বিবৃতিতে বলেছে, “বর্তমান পরিস্থিতিতে আমেরিকা ইজরায়েলের পাশে রয়েছে।”
পে লোডারের ধাক্কায় ছাত্রের মৃত্যুঃ বাঁশদ্রোণী উত্তাল
বিবিসি কি জানিয়েছে?
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, কূটনৈতিক সমর্থনের পাশাপাশি, পেন্টাগনের বাহিনী তেল আভিভকে সামরিক সহায়তা দিয়েছে। ইরানের ফাতা-২ হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের হামলা ঠেকাতে আমেরিকার ‘এয়ার ডিফেন্স সিস্টেম’ বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করেছে।ইজরায়েল হামলার জবাব দিতে প্রস্তুত রয়েছে। তারা জানিয়েছে, “তেহরানকে এর জন্য কঠিন পরিণতি ভোগ করতে হবে।” ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার জানিয়ে দিয়েছে, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেইনি তাদের পরবর্তী নিশানা। অন্যদিকে, ইরানও পাল্টা হামলার হুমকি দিয়েছে, বলেছে, “যদি হামলা হয়, তাহলে আরও ধ্বংসাত্মক প্রতিশোধ নেওয়া হবে।”
বিজেপি নেত্রীর থানায় ধর্নাঃ ছাত্রের মৃত্যুর প্রতিবাদে উত্তাল বাঁশদ্রোণী
এই পরিস্থিতিতে রাষ্ট্রপুঞ্জের মহাসচিব আন্তোনিও গুতেরেস উভয় পক্ষের কাছে অস্ত্র সংবরণের আবেদন করেছেন। কিন্তু নেতানিয়াহুর সরকার দ্রুত এ দাবি খারিজ করেছে।এদিকে, বুধবার দক্ষিণ লেবাননে হিজবুল্লা যোদ্ধাদের সঙ্গে লড়াইয়ে ইজরায়েলি বাহিনীর অন্তত আট সেনা নিহত হয়েছেন, যার মধ্যে এক তরুণ ক্যাপ্টেনও রয়েছেন। তিনটি মেরকাভা ট্যাঙ্কও ধ্বংস হয়েছে। এই ঘটনা ইজরায়েলি বাহিনীর জন্য বড় ধাক্কা হয়ে দাঁড়িয়েছে।