যৌনতা

ব্যুরো নিউজ, ২৭ নভেম্বর : যৌনতার সঠিক জ্ঞান এবং মানসিক প্রস্তুতিই সঙ্গমকে সুখকর ও তৃপ্তিদায়ক করে তোলে। অথচ আমাদের সমাজে যৌনশিক্ষা প্রায়শই উপেক্ষিত। এর ফলে অনেক ভুল ধারণা জন্মায় যা ব্যক্তি ও সম্পর্কের জন্য ক্ষতিকর।

সুরক্ষিত ও আনন্দময় সঙ্গমে কীভাবে বাছবেন সঠিক কন্ডোম ?জেনে নিন সঠিক কন্ডোম যা আপনাকে দীর্ঘক্ষণ সুখ দেবে

যৌনতার ভুল ধারণাগুলি কীভাবে আমাদের প্রভাবিত করে?

১. শুধুই শারীরিক সম্পর্ক নয়: অনেকেই মনে করেন যৌনতা মানে নগ্ন শরীর আর চুম্বন। সিনেমা ও টিভি এই ভুল ধারণা তৈরি করতে ভূমিকা রাখে। যৌনতা শারীরিক আনন্দের পাশাপাশি আবেগ, বিশ্বাস ও মানসিক সংযোগের বিষয়।

২. কন্ডোমের সঠিক ব্যবহার: অনেকেই সতর্ক হতে গিয়ে দু’টি কন্ডোম একসঙ্গে ব্যবহার করেন। এতে ঘর্ষণের কারণে কন্ডোম ছিঁড়ে যাওয়ার আশঙ্কা থাকে। সঠিক উপায়ে একটি কন্ডোমই যথেষ্ট সুরক্ষা দেয়।

৩। নারী-পুরুষের যৌন চাহিদা: অনেকে মনে করেন হস্তমৈথুন কেবল পুরুষদের জন্য। কিন্তু নারীরাও এই প্রাকৃতিক প্রক্রিয়ায় অংশ নিতে পারেন। বর্তমান সময়ে নারীদের জন্য বাজারে বিভিন্ন ধরনের খেলনা উপলব্ধ, যা অনলাইনেও সহজে পাওয়া যায়।

ফোরপ্লেতে চুমুর গুরুত্ব, জেনে নিন সঠিক নিয়মগুলি  যা আপনার সঙ্গমের শুরুটা দারুণ করবে।

সঠিক জ্ঞান ও সচেতনতার প্রয়োজন

১. মিথ ভাঙা: অনেকেই ভাবেন প্রথমবার যৌনমিলনের সময় নারীর যোনি থেকে রক্তপাত হবেই। কিন্তু হাইমেন নানা কারণেই আগে থেকেই ছিঁড়ে যেতে পারে। তাই রক্তপাত না হলে নারীর সতীত্ব নিয়ে প্রশ্ন তোলা ভুল।

২. অসুরক্ষিত মিলনের ঝুঁকি: অনেকে মনে করেন যৌনাঙ্গ সময়মতো বের করে নিলেই অন্তঃসত্ত্বা হওয়ার ঝুঁকি থাকে না। এটি সম্পূর্ণ ভুল। নিরাপদ যৌনতার জন্য কন্ডোম বা নিরোধ ব্যবহার করা অত্যন্ত জরুরি।

৩. ইরেকশন নিয়ে ভীতি: অনেক কিশোর প্রথমবার ইরেকশন হলে ভয় পান। এটি শারীরিক পরিবর্তনের স্বাভাবিক অংশ। ছোটবেলা থেকেই যৌনশিক্ষার মাধ্যমে এই বিষয়ে ধারণা দেওয়া প্রয়োজন।

যৌনতা নিয়ে খোলামেলা আলোচনা জরুরি

যৌনতা সম্পর্কে সঠিক জ্ঞান না থাকায় অনেকে বিব্রতকর অবস্থায় পড়েন। এটি স্বাভাবিক এবং জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। যৌনশিক্ষা শুধু শরীর নয়, ব্যক্তিত্ব ও সম্পর্কের মান উন্নত করতেও সহায়তা করে। তাই এ বিষয়ে খোলামেলা আলোচনা হওয়া প্রয়োজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর