ব্যুরো নিউজ ৪ সেপ্টেম্বর: ভারত মহাসাগরের মাঝখানে অবস্থিত চেগোস দ্বীপপুঞ্জের দখল অবশেষে মরিশাসকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ব্রিটেন। এই পদক্ষেপের ফলে আফ্রিকার শেষ উপনিবেশ হিসেবে ব্রিটেনের কার্যক্রমের পতন ঘটবে এবং ভারতের সাথে আফ্রিকার দূরত্ব কমে যাবে।
দ্বিতীয় ধনী ব্যক্তি হিসেবে জেফ বেজোসকে ছাড়ালেন মার্ক জুকারবার্গ
ভারত ও আফ্রিকার উন্নয়নের নতুন পথ খুলে যাছে
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর, ভারত মহাসাগরের ওপর কৌশলগত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার উদ্দেশ্যে ব্রিটেন চেগোস দ্বীপপুঞ্জ দখল করে। তারা সেখানকার প্রায় ২,০০০ উপজাতিভুক্ত মানুষের বিরুদ্ধে অমানবিকভাবে উচ্ছেদ অভিযান চালায়। পরবর্তীতে, চেগোস দ্বীপপুঞ্জের বৃহত্তম দ্বীপ দিয়োগো গার্সিয়ায় একটি সেনাঘাঁটি স্থাপন করে ব্রিটেন, যেখানে থেকে ভারত মহাসাগরের ওপর নজরদারি চালানো হয়।এখন, নিজেদের ভূমি ফিরিয়ে পেতে চেগোস দ্বীপপুঞ্জের বাসিন্দারা আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হয়েছেন। আদালত জানিয়ে দিয়েছে, বিষুবরেখার ঠিক দক্ষিণে অবস্থিত ওই দ্বীপপুঞ্জ দখল করে রাখার কোন অধিকার ব্রিটেনের নেই। এই ঘোষণার পর, ব্রিটেন চেগোস দ্বীপপুঞ্জের দখল ছাড়ার ঘোষণা দিতে বাধ্য হয়।তবে, দিয়োগো গার্সিয়ায় ব্রিটেন তাদের বিমানঘাঁটি রেখে দেবে এবং সেখান থেকে নজরদারি অব্যাহত রাখবে। ফলে, ব্রিটেন চেগোস দ্বীপপুঞ্জের সম্পূর্ণ দখল ছাড়লেও, দিয়োগো গার্সিয়ার ওপর তাদের নিয়ন্ত্রণ বজায় থাকবে।চেগোস দ্বীপপুঞ্জ মরিশাসের হাতে তুলে দেওয়ার ফলে, ভারতের আফ্রিকার সঙ্গে দূরত্ব প্রায় ৬০০ কিলোমিটার কমে যাবে। বর্তমানে, ভারতের সবচেয়ে কাছাকাছি আফ্রিকান ভূখণ্ড হল গুয়ার্দাফাই অন্তরীপ, যার গুজরাত উপকূল থেকে দূরত্ব প্রায় ২,২০০ কিলোমিটার। অন্যদিকে, ভারতের কন্যাকুমারী থেকে চেগোস দ্বীপপুঞ্জের নিকটতম দ্বীপের দূরত্ব মাত্র ১,৫৭৫ কিলোমিটার।
জুনিয়র ডাক্তারদের নতুন কর্মবিরতির ডাক
এই পরিবর্তনের ফলে ভারত এবং আফ্রিকার মধ্যে সম্পর্ক উন্নয়নের নতুন পথ খুলে যাবে, বিশেষ করে রাজনৈতিক ও বাণিজ্যিক ক্ষেত্রে। দুই অঞ্চলের মধ্যে যোগাযোগ বৃদ্ধির সম্ভাবনাও তৈরি হবে, যা উভয় পক্ষের জন্যই লাভজনক হতে পারে।