oarfish

তুরস্কের উপকূলে বিরল ও বিশাল ওয়ারফিশ (Oarfish) দেখা গেছে, যা স্থানীয়দের আতঙ্কিত করেছে। কারণ, ২০২৩ সালে তুরস্ক-সিরিয়ার ৭.৮ মাত্রার ভূমিকম্পের আগেও এই মাছ দেখা গিয়েছিল। এবারও এটি আসন্ন ভূমিকম্পের পূর্বাভাস কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। একইভাবে, মিয়ানমারের উপকূলে ওয়ারফিশের উপস্থিতি মানুষকে ভাবিয়ে তুলেছে। সাধারণত ২০০-১,০০০ মিটার গভীরে বসবাসকারী এই মাছ বড় ভূমিকম্প বা সুনামির আগে উপরে উঠে আসে বলে ধারণা করা হয়। ফলে একে “ভূমিকম্পের দূত” বা “প্রকৃতির সতর্কবার্তা” বলা হয়।

Today petrol price: আজ পেট্রল ও ডিজেলের দাম কোন রাজ্যে কত থাকছে এক নজরে জেনে নিন

ওয়ারফিশ এবং প্রাকৃতিক দুর্যোগ: অতীতের মিল

এই প্রথম নয়, অতীতেও ভূমিকম্পের আগে ওয়ারফিশ দেখা গেছে। ২০১১ সালে জাপানের ভয়াবহ ৯.১ মাত্রার ভূমিকম্প এবং সুনামির আগেও একাধিক ওয়ারফিশ উপকূলে দেখা গিয়েছিল। এছাড়া ২০২০ সালে ফিলিপাইনের কাছে এবং ২০২2 সালে পেরুর উপকূলেও একই ঘটনা ঘটেছিল।

বারবার ভূমিকম্পের আঘাত! পাকিস্তান কি বড় ধ্বংসের দিকে এগোচ্ছে?

এবার মিয়ানমারের সমুদ্রের ওয়ারফিশ আবির্ভাব নতুন করে প্রশ্ন তুলেছে—আসন্ন কোনো বড় প্রাকৃতিক দুর্যোগের ইঙ্গিত দিচ্ছে কি? কারণ, গত ২৯ মার্চ ২০২৪-এ মিয়ানমারে ৫.৭ মাত্রার একটি ভূমিকম্প হয়েছিল। যদিও সেটি বড় ধরনের ক্ষতি করেনি, তবে কি এর চেয়েও বড় কিছু আসতে পারে?

Beauty tips: কোলাজেন বৃদ্ধি করতে এই পাঁচটি খাবার খান, কয়েকদিনেই ৪৫ এ দেখতে লাগবেন ২৫

বিজ্ঞানীরা ওয়ারফিশের আচরণ নিয়ে গবেষণা চালাচ্ছেন, তবে এখনো নিশ্চিত নন যে এটি সত্যিই ভূমিকম্পের পূর্বাভাস দেয় কি না। কিছু গবেষক মনে করেন, সমুদ্রের নিচে টেকটোনিক প্লেটের নড়াচড়ার ফলে পানির গভীরে পরিবর্তন আসে, যা এই মাছকে তার স্বাভাবিক আবাসস্থল থেকে বের করে দেয়।মিয়ানমারের স্থানীয় বাসিন্দারা এ ঘটনায় উদ্বিগ্ন। সামাজিক মাধ্যমে অনেকেই একে অশুভ লক্ষণ হিসেবে দেখছেন। কেউ কেউ বলছেন, এটি শুধু ভূমিকম্প নয়, বরং বিশ্বজুড়ে ক্রমবর্ধমান প্রাকৃতিক বিপর্যয়ের ইঙ্গিত হতে পারে।

ওয়ারফিশের রহস্যময় উপস্থিতি কাকতালীয় নাকি প্রকৃতির কোনো সতর্কবার্তা—এ প্রশ্নের উত্তর এখনো অজানা। তবে এটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে প্রকৃতি সবসময়ই আমাদের সঙ্গে কথা বলে, শুধু আমাদের সেই সংকেত বোঝার ক্ষমতা থাকতে হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর