পাখি

ব্যুরো নিউজ, ২৩ অক্টোবর : গ্রীষ্মপ্রধান দেশে শীতকাল বেড়ানোর জন্য আদর্শ সময়। বিশেষ করে যদি আপনার পছন্দের তালিকায় পরিযায়ী পাখিরা থাকেন। নভেম্বর থেকে ফেব্রুয়ারি এই সময়ের মধ্যে সাইবেরিয়া, ইউরোপ, রাশিয়া, চিন ও তিব্বত থেকে ভারতীয় জলাভূমিতে ঝাঁক ধরে আসে নানা ধরনের পাখি। শীতকাল ছাড়া এদের দেখা মেলা সম্ভব নয়, কারণ শীত কমতে শুরু করলেই এই পাখিরা পুরনো পথ ধরে ফিরতে শুরু করে।

ট্র্যাকিং প্রিয় মানুষরা ঘুরে আসুন এক অপূর্ব গন্তব্য সান্দাকফুতে কিভাবে যাবেন বিস্তারিত জানুন

পাখি দেখতে যাবেন?

বিশ্ব উষ্ণায়নের কারণে নভেম্বরের শুরুতে পরিযায়ী পাখির দেখা মিলতে নাও পারে। তবে ডিসেম্বরের আগের সপ্তাহগুলোর মধ্যে ধীরে ধীরে জলাভূমিতে তাদের আনাগোনা শুরু হয়। ভারতের বিভিন্ন স্থান যেমন রাজস্থানের কেওলাদেও জাতীয় উদ্যান, তামিলনাড়ুর পয়েন্ট ক্যালিমের অভয়ারণ্য, এবং কেরলের কুমারাকম পাখিরালয়ে পরিযায়ী পাখিদের উল্লাস দেখে মুগ্ধ হতে পারবেন।

পাসপোর্ট ছাড়াই সারা বিশ্বে ঘুরে বেড়াতে পারেন এরা ! কারা জানেন ?

শীতকালে সুন্দরবনে বেড়ানো মানেই নদীর পাড়ে রয়্যাল বেঙ্গল টাইগারের দেখা পাওয়ার আশায় যাওয়া। কিন্তু এই সময় এখানে পরিযায়ী পাখির সংখ্যা উল্লেখযোগ্য। প্রায় ২৪৮ প্রজাতির পাখির মধ্যে অর্ধেকেরও বেশি হলো পরিযায়ী। এখানে হেরন, সারস, কমন রেডশ্যাঙ্ক, এবং ইউরেশিয়ান কারলিউ’র মতো নানা পাখির দেখা মিলবে।

হাতে দুদিন ছুটি পেলেই ঘুরে আসুন এই জায়গা, বর্ষায় রূপ হয়ে ওঠে মোহময়ী

পুরী বেড়াতে গেলে চিল্কা হ্রদকে বাদ দেওয়ার প্রশ্নই আসে না। শীতকালে এখানে বিপুল সংখ্যক পরিযায়ী পাখি আস্তানা গড়ে। নলবানা পাখির অভয়ারণ্য এবং মঙ্গলাজোড়ি গেলে ১৬৫ প্রজাতির পাখি দেখতে পাবেন। গত বছর এখানে ১,১৩১,৯২৯ পাখির মধ্যে ১৮৪টি পরিযায়ী প্রজাতি ছিল।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর