ব্যুরো নিউজ,২৮ অক্টোবর:কলকাতার পুলিশ কমিশনার জানিয়েছেন, ‘এটা উৎসবের সময়।সামনেই দীপাবলি।আপনারা মার্কেটে যাবেন এবং প্রচুর কেনাকাটা করবেন। যদিও আমার কাছে এখন কোনো পরিসংখ্যান নেই, তবে এই সময়ে সাইবার প্রতারকরা সক্রিয় হতে পারে।’ উৎসবের মরশুমে অনলাইনে কেনাকাটার প্রবণতা বাড়ছে। কিন্তু অনলাইনে লেনদেন করতে গিয়ে অনেকেই সাইবার চক্রের ফাঁদে পড়েন, যার ফলে তাদের অ্যাকাউন্ট ফাঁকা হয়ে যায়।
ত্রাণের নামে দুর্নীতিঃ বাংলার উপকূলে ক্ষোভ
কমিশনার সাধারণ মানুষকে সচেতন থাকতে বলেছেন
কলকাতার পুলিশ কমিশনার অনলাইনে কেনাকাটার সময় কিছু সতর্কতা অবলম্বন করার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলছেন, ‘আপনারা যখন অনলাইনে পেমেন্ট করবেন, তখন ভালো করে দেখে নেবেন।আপনার টাকা সঠিক জায়গায় যাচ্ছে কিনা একাধিকবার ক্রস চেক করে নেবেন। সুরক্ষার জন্য এটা জরুরি।’ এছাড়া, যদি কেউ সাইবার প্রতারণার শিকার হন, তবে দ্রুত পুলিশের সঙ্গে যোগাযোগ করে অভিযোগ জানানোর পরামর্শ দিয়েছেন তিনি। কমিশনার জানিয়েছেন, ‘যত তাড়াতাড়ি সম্ভব অভিযোগ করলে টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। সাইবার ক্রাইম নিয়ে প্রচুর সচেতনতামূলক প্রোগ্রাম হয়। পড়াশোনা জানা মানুষও সতর্ক থাকুন।’
মিঠুনের জ্বালাময়ী বক্তব্যঃ ১ কোটি সদস্য নিয়ে রাজনৈতিক সমীকরণ বদলাতে চান
তিনি আরও জানিয়েছেন, ‘উৎসবের সময় যখন কেনাকাটা করবেন, তখন সব কিছু ভালো করে দেখে শুনে লেনদেন করুন। কারণ প্রতারকরা নানা ধরনের ফাঁদ পেতে সাধারণ মানুষের টাকা হাতিয়ে নিতে পারে।’এখন নগদ লেনদেনের তুলনায় অনলাইন লেনদেনই বেশি জনপ্রিয়। কিন্তু এই উৎসবের সময়ও ভুয়ো ওয়েবসাইটের মাধ্যমে প্রতারকরা সাধারণ মানুষের কষ্টের টাকা নিয়ে যেতে পারে। তাই কলকাতার পুলিশ কমিশনার সাধারণ মানুষকে সচেতন থাকতে বলেছেন বারবার।