ব্যুরো নিউজ ১৫ নভেম্বর : বিমানযাত্রার সময় কোন কোন জিনিস নিজের কাছে রাখা যায় না সেই সম্পর্কে জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক সময়ই আমরা ব্যবহৃত কিছু জিনিস সঙ্গে নিতে চাই কিন্তু সেটা যদি নিরাপত্তা নিয়মের বিরুদ্ধে চলে যায়, তাহলে বিপদে পড়তে হতে পারে। যেমন বলিউড অভিনেত্রী নীনা গুপ্তাকে সম্প্রতি বিমানে মশলা নিয়ে ওঠার জন্য সমস্যায় পড়তে হয়েছিল। তিনি তার ইনস্টাগ্রামে পোস্ট করে জানিয়েছেন।
৭০ বছরের বেশি বয়সী মানুষের জন্য আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধাঃ ইতিমধ্যেই পাঁচ লাখ আবেদন
বিমানযাত্রার সময় মশলা সঙ্গে নেওয়া নিষিদ্ধ
বিমানে ওঠার আগে নিরাপত্তারক্ষীরা তাকে জানান যে কোনো ধরনের মশলা যেমন ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এগুলো সঙ্গে নেওয়া নিষিদ্ধ। ফলে তার সব গুঁড়োমশলার প্যাকেট নিরাপত্তারক্ষীদের কাছে জমা দিতে হয়েছিল।নীনা জানান যেখানেই তিনি যান নিজের হাতে রান্না করতে পছন্দ করেন এবং তাই সবসময় মশলা নিয়ে চলেন। তবে তিনি জানতেন না যে মশলা বিমানযাত্রার সময় সঙ্গে নেওয়ার জন্য নিষিদ্ধ।তবে নিরাপত্তার জন্য ‘দ্য ব্যুরো অফ সিভিল অ্যাভিয়েশন সিকিউরিটি’ (বিসিএএস)-এর তরফে বিমানযাত্রা সম্পর্কিত কিছু নিয়ম প্রকাশ করা হয়েছে।
আপেল কিছুক্ষন কেটে রাখলেই কালো হয়ে যাচ্ছে? কীভাবে আটকাবেন কালো হওয়া? জানুন সহজ টিপস
নিষিদ্ধ জিনিসগুলি জিনিস উল্লেখ করা হলো:
১) গুঁড়ো মশলা বা গোটা মশলা: বিমানে এসব মশলা নিয়ে যাওয়া যাবে না। এর মূল কারণ হলো—প্রথমত, মশলার গন্ধ অন্য যাত্রীদের জন্য অস্বস্তিকর হতে পারে। দ্বিতীয়ত, কিছু মশলার প্যাকেটে বিস্ফোরক থাকতে পারে, যা নিরাপত্তার জন্য বিপজ্জনক। তৃতীয়ত, মাঝ আকাশে বাতাসের চাপ কম থাকায় মশলা ছড়িয়ে পড়লে তা শ্বাসপ্রশ্বাসে প্রবাহিত হয়ে বিপদের কারণ হতে পারে।
২) শুকনো নারকেল: নারকেলে তেলের পরিমাণ বেশি থাকে, যা দাহ্য পদার্থ হিসেবে ধরা হয়। তাই এটি বিমানে নেয়া যাবে না।
৩) তেল, অ্যালকোহলযুক্ত সস, প্যাকেটজাত খাবার, ঘি, আচার, পান, পোস্ত: এসব জিনিসও বিমানে নেওয়ার জন্য নিষিদ্ধ।
৪) মধু, কাঁচা মাছ বা মাংস: এই ধরনের খাবারও সঙ্গে নেওয়া যাবে না, কারণ এগুলি মাঝ আকাশে সঠিকভাবে সংরক্ষণ করা কঠিন হতে পারে এবং যাত্রীদের জন্য বিপদ তৈরি করতে পারে।