task-force-control-potato-prices-festival

ব্যুরো নিউজ ৫ সেপ্টেম্বর: উৎসবের মরশুমে আলুর দাম নিয়ন্ত্রণে নিয়ে আসতে উদ্যোগী হয়েছে সরকার। তাই একটি বিশেষ টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। ব্যবসায়ীদের এবং হিমঘর মালিকদের নির্দেশ দেওয়া হয়েছে, আগামী ৩০ নভেম্বরের মধ্যে তাদের হিমঘর ফাঁকা করতে হবে। এর উদ্দেশ্য হল, পুজোর সময় বাজারে আলুর যোগান বৃদ্ধি করা এবং দাম নিয়ন্ত্রণে রাখা।

দুর্গাপুজোর আনন্দঃ রাজ্য সরকারি কর্মচারীদের টানা ১৬ দিনের ছুটি

 বাজারে আলুর দাম কমার সম্ভবনা কতটা দেখে নিন

গত শুক্রবার নবান্নে অনুষ্ঠিত টাস্ক ফোর্সের বৈঠকে আলু মজুত রেখে কৃত্রিমভাবে দাম বাড়ানোর বিরুদ্ধে সতর্কতা জারি করা হয়। তথ্য অনুযায়ী, বর্তমানে রাজ্যের হিমঘরগুলোতে ২২ লক্ষ মেট্রিক টন আলু মজুত রয়েছে, যা প্রয়োজনের তুলনায় অনেক বেশি। তাই আলুর দাম বাড়ার সম্ভাবনা নেই।বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থ, পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার, কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না, কৃষি দপ্তরের আধিকারিক এবং আলু ব্যবসায়ী সমিতির প্রতিনিধিরা। বৈঠকে অন্যান্য সবজি এবং আনাজের দাম নিয়ন্ত্রণের বিষয়েও আলোচনা করা হয়।এছাড়া, ভিনরাজ্য থেকে আসা লঙ্কা, পেঁয়াজ এবং টমেটোর যোগানও ক্রমশ বাড়ছে। তবে আলুর দাম কমানোর ওপর সবচেয়ে বেশি জোর দেওয়া হচ্ছে।  একাধিক জেলায় বন্যা হয়েছে, আর সেই অজুহাতে ব্যবসায়ীরা কলকাতা, জেলা এবং শহরতলির বাজারে দাম বৃদ্ধি করেছেন।কৃষি দপ্তরের আধিকারিকরা জানাচ্ছেন, মূলত দুই চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি ও নদিয়া থেকে কলকাতায় সবজি আসে। হাওড়া ও হুগলির কিছু অংশ বাদ দিলে অন্যান্য এলাকায় বন্যার তেমন ক্ষতি হয়নি।  বর্তমানে অধিকাংশ সবজির দাম ১০০ টাকার কাছাকাছি। পুজোর সময় তা আরও বাড়তে পারে।

চলাচলের রাস্তা বন্ধে প্রতিবাদ,গ্রামবাসীদের দাবি রেল গেটের

দাম নিয়ন্ত্রণের লক্ষ্যে সরকারের তরফে নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না বলেন, “আলু এবং অন্যান্য সবজি ও আনাজের দাম নিয়ন্ত্রণে টাস্ক ফোর্সের নজরদারি আরও বৃদ্ধি করা হবে। বাজারে আলুর যোগান বাড়াতে ৩০ নভেম্বরের মধ্যে রাজ্যের সব হিমঘর ফাঁকা করার নির্দেশ দেওয়া হয়েছে। এই মেয়াদ একদিনও বাড়ানো হবে না।”

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর