
প্রায় ৬ ঘণ্টা মহাশূন্যে হাঁটাহাঁটি করে প্রথম নজির গড়লেন আরবের মহাকাশচারী সুলতান আল নেয়াদি
নিউজ ব্যুরো, ১ মেঃ (Latest News) প্রায় ৬ ঘণ্টা মহাশূন্যে হাঁটাহাঁটি করে প্রথম নজির গড়লেন আরবের মহাকাশচারী সুলতান আল নেয়াদি মহাকাশে প্রথম পা পড়ল সৌদি আরব দেশের মহাকাশচারী সুলতান আল নেয়াদি। শুক্রবার আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের বাইরে স্পেসসুট পরে সংযুক্ত আরব আমিরশাহির পতাকা নিয়ে বেরোলেন সে দেশের মহাকারচারী সুলতান আল নেয়াদি। স্পেসসুটের হাতায় তখন জ্বলজ্বল করছিল “অসম্ভবই সম্ভব”। প্রায় ৬ ঘন্টা