
২০২৫ এর মধ্যে দেশে যক্ষা নির্মূল করার উদ্যোগ নিয়েছে কেন্দ্র
লাবনী চৌধুরী, ২৫ মে : আর মাত্র একটা বছর। তারপরেই যক্ষা মুক্ত হবে ভারত। আগামী বছর অর্থাৎ ২০২৫ এর মধ্যে দেশে যক্ষা নির্মূল করার উদ্যোগ নিয়েছে কেন্দ্র। যেখানে গোটা বিশ্বের কাছে সেই সময়টা ২০৩০ সাল। সেই জায়গায় আগামী বছরের মধ্যে ভারতকে যক্ষা নির্মূল করার লক্ষ্য ভারত সরকারের। ভারত সরকারের লক্ষ্য 2025 সালের মধ্যে যক্ষ্মা (টিবি) নির্মূল করা। যক্ষা নির্মূলের অর্থ