
থেমে গেল খুরের আওয়াজ, পরলোকে ‘মহীনের’ শেষ ঘোড়া
ইভিএম নিউজ ব্যুরো, ২৫ জুনঃ (Latest News) প্রয়াত হলেন ‘মহীনের ঘোড়াগুলি’র বুড়ো ঘোড়া বাপিদা ওরফে তাপস দাস।দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন তিনি। আর তাঁর চিকিৎসার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন সঙ্গীত জগতের বহু নামজাদা তারকা থেকে সাধারণ শ্রোতারা। কিন্তু অবশেষে তিনিও হার মানলেন। থামল তাঁর জীবনযুদ্ধ। নিভল মহীনের ঘোড়াগুলির আর একটি বাতি। চলে গেলেন বাংলা সঙ্গীত জগতের আর একটি উজ্জ্বল নক্ষত্র,