গরমে অতিরিক্ত ঘাম এড়াতে কী করবেন?
ব্যুরো নিউজ, ২৪ এপ্রিল: একদিকে যেমন পাল্লা দিয়ে বাড়ছে তীব্র দাবদাহ, তেমনই গরমের মধ্যে বাড়ছে শারীরিক অস্বস্তি। শরীর থেকে ক্রমাগত ঝড়ছে ঘাম। আর অতিরিক্ত ঘামের কারণে শরীরে দুর্গন্ধেরও সৃষ্টি হচ্ছে। তবে কয়েকটি বিষয়ের উপর খেয়াল রাখলেই অতিরিক্ত ঘামের হাত থেকে রেহাই পেতে পারেন- বাড়িতেই বানিয়ে ফেলুন ওপার বাংলা স্টাইলে ‘ইলিশের লেজা ভর্তা’, মিনিটেই শেষ এক থালা ভাত! অতিরিক্ত ঘামের হাত