
আধুনিক শিল্পায়নে স্বামীজিও ছিলেন পথিকৃৎ
ব্যুরো নিউজ, ১২ জানুয়ারি: আধুনিক শিল্পায়নে স্বামীজিও ছিলেন পথিকৃৎ ১৮৯৩ সালে জাপানের ইয়োকোহামা থেকে ক্যানাডার ভ্যাঙ্কুভার যাওয়ার পথে জাহাজে পার্সি শিল্পপতি জামশেদজি টাটার সঙ্গে জাহাজে বসেই আধুনিক ভারতের শিল্পায়নের রূপরেখা তৈরি হয়েছিলো। সেদিন জামশেদজির সঙ্গে ছিলেন স্বামী বিবেকানন্দ। স্বামীজি যাচ্ছিলেন শিকাগো ধর্ম সম্মেলনে যোগ দিতে। জামশেদজি বানিজ্যের উদ্দেশ্যে যাচ্ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রে। জাপানে দেশলাইয়ের কারখানা দেখে স্বামীজি ভারতে জাপান থেকে দেশলাই আমদানি