ওটিটিতে ‘বল্লভপুরের রূপকথা’
রাজকীয়ভাবে বিদায়ের পর ওটিটিতে জায়গা করে নিল বল্লভপুরের রূপকথা। ৮৭ দিন প্রেক্ষাগৃহ থেকে মুঠোফোনে দেখতে পাবেন দর্শকেরা।গত ১৩ জানুয়ারি থেকে হইচই- এ দেখা যাচ্ছে বল্লভপুরের রূপকথা। গত বছর ২৫ অক্টোবর মুক্তি পেয়েছিল অনির্বাণ ভট্টাচার্য -র পরিচালিত এই সিনেমাটি । কিংবদন্তি নাট্যকার বাদল সরকারের নাটকটি সিনেমায় রূপান্তরিত করেছেন অনির্বাণ। ‘ড্রাকুলারস্যার’ ,’মন্দারের’ পর এটি একটি অন্যরকম ছবি। প্রথম থেকেই একটু ভিন্নধর্মী ছবি