এবার কি তবে ক্লোন করা গরুর দুধ? জল্পনা উস্কে দিল চিন
ইভিএম নিউজ ব্যুরোঃ টেস্টটিউব বেবির পর কি এবার তবে টেস্টটিউব গরু? চমকপ্রদ জল্পনা উস্কে দিয়েছের চিনের একদল বিজ্ঞানী। তাঁদের দাবি পদ্ধতিতে তৈরি তাদের এই ‘সুপারকাউ’ নামে-র অভিনব গরু বছরে ১৮ টন এবং সম্পূর্ণ জীবদ্দশায় ১০০ টনেরও বেশি দুধ দিতে সক্ষম হবে। আর সেটা হলে, আগামীদিনে দুধ আর দুগ্ধজাত পণ্যের জন্য অন্য কোন দেশের ওপর চিনকে নির্ভর করতে হবে না। কীভাবে