গরমের দিনে পোশাক নির্বাচনে প্রয়োজন বাড়তি নজর
শর্মিলা চন্দ্র, ৩ জুন : গরমে একপ্রকার নাজেহাল পরিস্থিতি। তবে কাজের প্রয়োজনে তো বাইরে বেড়তেই হবে। তাই গরমে একটু স্বস্তি পেতে খাবার-দাবারের দিকে যেমন নজর দেওয়ার প্রয়োজন, তেমনই পোশাকের দিকেও কিন্তু নজর রাখা দরকার। গরমের দিনে আরামদায়ক পোশাক পড়লে অস্বস্তি কিন্তু অনেকটাই কমে। তাই এই সময় পোশাকের দিকে বাড়তি নজর দেওয়ার প্রয়োজন। গরমে স্টাইলিশ লুক পেতে যে জিনিসগুলি মাস্ট বেছে নিন