
স্টারলিঙ্কের ভূপতনে মাস্কের স্বপ্ন চূর্ণ ? যা ঘটেছে !!!
ব্যুরো নিউজ ১০ জুন : আধুনিক বিশ্বে ইন্টারনেট, যোগাযোগ, আবহাওয়ার পূর্বাভাস এবং সামরিক নজরদারির জন্য স্যাটেলাইট অপরিহার্য হয়ে উঠেছে। স্টারলিঙ্ক-এর মতো ‘মেগা-কনস্টেলেশন’ (mega-constellation) প্রকল্পের মাধ্যমে হাজার হাজার স্যাটেলাইট কক্ষপথে স্থাপন করা হচ্ছে, যা একদিকে যেমন নতুন সুযোগ তৈরি করছে, তেমনই অন্যদিকে মহাকাশের পরিবেশ এবং পৃথিবীর সুরক্ষার জন্য নতুন উদ্বেগও সৃষ্টি করছে। স্টারলিঙ্ক স্যাটেলাইট ভূপাতিত হওয়ার ঘটনা ইলন মাস্কের স্পেসএক্স (SpaceX) কর্তৃক