অস্কার মঞ্চে ফের উড়ল ভারতের জয়পতাকা।‘নাটু নাটু-র’ হাত ধরে এল বছরের দ্বিতীয় অস্কার
ইভিএম নিউজ ব্যুরো, ১৩ মার্চঃ দীর্ঘ জল্পনার অবসান কাটিয়ে ভারতে এল দ্বিতীয় অস্কার। ৯৫তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডে এসএস রাজামৌলীর আরআরআর সিনেমা মৌলিক গানের বিভাগে সেরার শিরোপা পেল ‘নাটু নাটু’। ইতিমধ্যেই অস্কার ২০২৩-এ ‘বেস্ট ডকুমেন্টরি শর্টস’ বিভাগে জিতে নিয়েছে দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স। আর তারপরই সোনার মুকুটে জিতে নিল আরআরআর। এর আগে ‘গোল্ডেন গ্লোব’ ও ‘ক্রিটিক্স চয়েস অ্যাওয়ার্ড’ জিতে এগিয়ে ছিল ‘নাটু নাটু’।