দেশজুড়ে শুরু হয়েছে রামনবমীর প্রস্তুতি
সঙ্কল্প দে, ২৫ মার্চঃ রামচন্দ্রের বীরত্বের কাছে মাথা নোয়াতে হয়েছিল প্রায় সমস্ত বীরদেরই। রামচন্দ্রের বীরত্বের কাহিনী তাই কারোরই অজানা নয়। রামচন্দ্রের পূজা করলে সব দেবতারা যেমন তুষ্ট হন তেমনি সন্তুষ্ট হন দেবাদিদেব মহাদেব। পুরাণে আছে ভগবান বিষ্ণুর সপ্তম অবতার হিসেবে এই ধরায় আবির্ভূত হয়েছিলেন শ্রী রামচন্দ্র । ‘মর্যাদা পুরুষোত্তম’ বা ‘শ্রেষ্ঠ পুরুষ’ রামচন্দ্রের বীরগাথার কাহিনী আজও আমাদের হৃদয় ছুঁয়ে যায়।