
গঙ্গাসাগরে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচিতে মন্ত্রীরা
২০২৩- এর শেষ পর্বে গঙ্গাসাগর মেলা। শেষমুহূর্তে একেবারে অন্যরূপে দেখা গেল রাজ্যের নেতা মন্ত্রীদের। মেলাতে সকলে নিলেন এক অন্য ভূমিকা । একেবারে ঝাঁটা বালতি হাতে দেখা গেল তাঁদের সকলকেই । সোমবার গঙ্গাসাগরে উপস্থিত ছিলেন রাজ্যের এক ঝাঁক মন্ত্রী। ছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়, অরূপ বিশ্বাস, সুজিত বসু, সুন্দরবন উন্নয়নমন্ত্রী বঙ্কিম হাজরা প্রমুখ। ”নিট অ্যান্ড ক্লিন ‘ অভিযানে নেমে শোভনদেব বলেন, এটি একটি