স্নিফার ডগের নাকের কামাল, হাওড়া স্টেশনে ধরা পড়লো বেআইনি মদ পাচারকারী
ইভিএম নিউজ ব্যুরোঃ অনেক আঁটঘাট বেঁধেও শেষরক্ষা হল না। রেলপুলিশ বাহিনীর কড়া নজরদারি এড়াতে পারলেও, এড়ানো গেল না স্নিফার ডগের নাক। আরপিএফের পোষ্য আর প্রশিক্ষণপ্রাপ্ত স্নিফার ডগ ডিউকের নাকের কেরামতিতে মঙ্গলবার গভীর রাতে হাওড়া স্টেশনে বেআইনি মদ পাচার করতে গিয়ে ধরা পড়লেন এক মহিলা। এদিন রাতে দূরপাল্লার ট্রেন তল্লাশি সময় এক মহিলাকে দেখে হঠাৎই তাঁর ব্যাগটি শুঁকতে শুরু করে অবলা